রাস্তায় বের হওয়া রিকশাচালকদের নিশানা করতেন তাঁরা

সিজার হোসেন
ছবি: সংগৃহীত

ঢাকার কদমতলীতে এক রিকশাচালককে খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল রোববার ঢাকা, নারায়ণগঞ্জ, হবিগঞ্জের মাধবপুর ও বরিশালের কাজীরহাট এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আজ সোমবার ঢাকার মিন্টু রোডের নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ। তিনি বলেন, চক্রটি অনেক দিন ধরে রাতে রাস্তায় বের হওয়া রিকশাচালকদের নিশানা করে তাঁদের কাছ থেকে রিকশা ছিনতাই করে আসছিল।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. বায়েজিদ (২২), মো. রাসেল (২৬), মো. হৃদয় হাওলাদার (২৩), মো. হুমায়ুন কবির (৩৫), মো. সেলিম (৩০) ও মো. হৃদয় (২০)।

হারুন অর রশীদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা অপরাধের কথা স্বীকার করেছেন। চক্রের সদস্যরা গ্রেপ্তারের আগে কোনো হত্যার ঘটনার সঙ্গে জড়িত কি না, তা তদন্ত করে দেখা হবে।

হারুন বলেন, গত ২৯ এপ্রিল রাতে কদমতলীর শ্যামপুর শিল্প এলাকার ‘কদমতলী স্টিল মিলস লিমিটেডের’ সামনে রাস্তার ওপর ওই চক্রটি সিজার হোসেন (২১) নামের এক যুবককে লোহার রড দিয়ে মাথার পেছনে আঘাত করে খুন করে। তারপর তাঁর ব্যাটারিচালিত রিকশা ও একটি মোবাইল নিয়ে পালিয়ে যায়।

আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়াতে রাতে রিকশা ছিনতাই করতে বের হতেন চক্রের সদস্যরা। এ বিষয়ে ডিবি বলেন, রাতে বের হওয়া রিকশাচালকদের টার্গেট করার কারণ হলো, তাঁরা মনে করতেন, এই চালকদের পরিবার বা স্বজনেরা ঢাকায় থাকেন না। তাই খুনোখুনি বা রিকশা ছিনতাইয়ের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে কোনো অভিযোগ আসবে না এবং তাতে গ্রেপ্তারের ঝুঁকি থাকবে না। কদমতলীর এলাকায় আগেও এ ধরনের কয়েকটি ঘটনা ঘটেছে বলে জানান তিনি।