ঢাকার কয়েকটি এলাকায় আজ ১০ ঘণ্টা গ্যাস থাকবে না
রাজধানীর কয়েকটি এলাকায় আজ বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস থাকবে না। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এ তথ্য জানিয়েছে।
তিতাসের পক্ষ থেকে বলা হয়েছে, পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন কাজের জন্য আজ সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত ঢাকার কয়েকটি এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এলাকাগুলো হলে কলাবাগান, কাঁঠালবাগান, পূর্ব রাজাবাজার, গ্রিনরোড ও পান্থপথ।
এ ছাড়া একই সময়ে আশপাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।