মেট্রোরেল চলাচল বন্ধ
মেট্রোরেল চলাচল হঠাৎ বন্ধ হয়ে গেছে। এতে আজ শনিবার সন্ধ্যা সাতটার দিকে বিভিন্ন স্টেশনে হাজারো যাত্রীকে অপেক্ষা করতে দেখা গেছে।
সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিভিন্ন স্টেশনে ঘোষণা দিয়ে বলা হয়, যাত্রীদের তাড়া থাকলে বিকল্প পথে যাওয়ার অনুরোধ জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ। এ সময় যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেওয়ার ঘোষণাও দেওয়া হয়।
মেট্রোরেল কর্তৃপক্ষের ঘোষণার পর রাজধানীর কারওয়ান বাজার স্টেশন থেকে কয়েক শ যাত্রী বের হয়ে যান। জয় ঘোষ নামের এক শিক্ষার্থী প্রথম আলোকে বলেন, উত্তরা (উত্তর) স্টেশনে যেতে সন্ধ্যা সাতটায় কারওয়ান বাজার স্টেশনে উঠেছিলেন। কিন্তু ট্রেন না ছাড়ায় তিনি বেরিয়ে যাচ্ছেন। তিনি তাঁর টিকিটের টাকা ফেরত পেয়েছেন। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে স্টেশনে মাইকে ঘোষণা দেওয়া হয়, যান্ত্রিক ত্রুটির কারণে মেট্রোরেল আজ চলবে না।
মেট্রোরেল বন্ধ হয়ে যাওয়ার কারণ জানতে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তাকে ফোন করা হয়। তবে কেউ ফোন ধরেননি।