গুলিস্তানের ফুটপাত থেকে জীবিত নবজাতক উদ্ধার
রাজধানীর গুলিস্তানের ফুটপাত থেকে আজ শনিবার দুপুরে জীবিত এক নবজাতক উদ্ধার হয়েছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পল্টন থানার উপপরিদর্শক (এসআই) জাহেদুল আলম প্রথম আলোকে বলেন, গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চের কাছে আহাদ পুলিশ বক্সের ফুটপাত থেকে নবজাতকটিকে উদ্ধার করেন স্থানীয় লোকজন। নবজাতকটি ছেলে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক বিভাগের একজন চিকিৎসক প্রথম আলোকে জানান, নবজাতকটির ওজন মাত্র ১ কেজি ৬১৫ গ্রাম। নির্দিষ্ট সময়ের আগেই শিশুটির জন্ম হয়। তার শারীরিক নানা সমস্যা রয়েছে।