অধ্যাপক আনিসুর রহমানের মরদেহ মঙ্গলবার শহীদ মিনারে নেওয়া হবে

অধ্যাপক আনিসুর রহমান
ছবি: সৈয়দ জাকির হোসাইনের সৌজন্যে পাওয়া

অর্থনীতিবিদ অধ্যাপক আনিসুর রহমানের প্রতি সর্বসাধারণের অন্তিম শ্রদ্ধা জানাতে আগামীকাল মঙ্গলবার তাঁর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। আগামীকাল বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ শ্রদ্ধা জানানো হবে বলে জানিয়েছেন অধ্যাপক আনিসুর রহমানের ছাত্র ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক এম এম আকাশ।

বাংলাদেশের প্রথম পরিকল্পনা কমিশনের সদস্য অধ্যাপক আনিসুর রহমান গতকাল রোববার দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এম এম আকাশ জানান, শ্রদ্ধা জানানোর পর বাদ জোহর সেগুনবাগিচা জামে মসজিদে অধ্যাপক আনিসুর রহমানের জানাজা অনুষ্ঠিত হবে। পরদিন বুধবার (৮ জানুয়ারি) তাঁকে তাঁর গ্রামের বাড়ি নেত্রকোনার কেন্দুয়ায় সমাহিত করা হবে।

প্রয়াত অধ্যাপক আনিসুর রহমানের স্বজন ও আগ্রহী ব্যক্তিদের কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শ্রদ্ধা জানাতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

অধ্যাপক আনিসুর রহমানের জন্ম ১৯৩৩ সালে ব্রাহ্মণবাড়িয়ায়। তাঁর গ্রামের বাড়ি নেত্রকোনার কেন্দুয়ায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ছিলেন। তিনি যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন।

ষাটের দশকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছয় দফা ঘোষণাপত্র তৈরিতে সহায়তা করেন অধ্যাপক আনিসুর রহমান। তিনি মুক্তিযুদ্ধের একজন সংগঠকও ছিলেন। স্বাধীনতার পর বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশের প্রথম পরিকল্পনা কমিশনে অর্থনীতিবিদ নুরুল ইসলামের সঙ্গে যুক্ত হয়েছিলেন আনিসুর রহমান।

আরও পড়ুন