চকবাজারের ইফতার বাজারে ক্রেতাদের ভিড়, বেইলি রোডে কম
রমজানের প্রথম দিন রাজধানীর পুরান ঢাকার চকবাজারের ইফতার বাজার জমে উঠে। দুপুর থেকেই চকবাজারের শাহি মসজিদের সামনে দোকানিরা ইফতারির পসরা সাজিয়ে বসেন। দুপুরের পর থেকেই ইফতার কিনতে বিভিন্ন এলাকার মানুষ ভিড় করতে শুরু করে। বিকেলে ইফতার সামগ্রী কিনতে আসা মানুষের উপচে পড়া ভিড় ছিল।
বিকেল তিনটার দিকে হঠাৎ বৃষ্টি শুরু হলে ইফতার বিক্রিতে একটু ভাটা পড়ে। তবে বৃষ্টি শেষ হলে আবারও জমজমাট হয়ে উঠে ইফতার বাজার।
সরেজমিনে চক সার্কুলার রোডে দেখা গেছে, শতাধিক ইফতার সামগ্রী বিক্রির অস্থায়ী দোকান বসেছে। বিক্রেতারা জানিয়েছেন, রমজান মাস জুড়েই চকবাজারের ইফতার সামগ্রীর বিষয়ে সাধারণ মানুষের আগ্রহ থাকে। তারা ঐতিহ্যবাহী এসব ইফতার সামগ্রী কিনতে পুরো রমজান মাস জুড়েই আগ্রহ নিয়ে চকবাজারে আসেন।
পুরান ঢাকায় ইফতার বিক্রি জমজমাট হলেও ইফতার বিক্রির আরেক বাজার বেইলি রোডে তেমন ক্রেতা ছিল না। দোকানিরা ইফতারির পসরা সাজিয়ে বসলেও ক্রেতা আশানুরূপ ছিল না বলেই জানিয়েছেন দোকানিরা।
তাওয়া রেস্টুরেন্ট মূল সড়কের ফুটপাতে ইফতারির পসরা সাজিয়ে বসেছিলেন। দুপুর ৫টার দিকে সেখানে ক্রেতাদের তেমন ভিড় ছিল না। এ বিষয়ে তাওয়ার ম্যানেজার শিহাবুর রহমান প্রথম আলোকে বলেন, রোজার প্রথম দিন এবং বৃষ্টি এই দুই কারণে ক্রেতার তেমন ভিড় ছিল না। যতটুকু বিক্রি হয়, তা কিছুক্ষণ আগে শেষ হয়েছে।
নবাবি ভোজের কর্মী সোহেল রানাও প্রায় একই ধরনের কথা জানিয়েছেন। তিনি বলেন, রোজার শুরুর দিনে ক্রেতা সমাগম একেবারেই কম। বৃষ্টি হওয়ার কারণে অনেক ক্রেতা আসতে পারেননি।