হাতিরঝিলে এক্সপ্রেসওয়ে ও পান্থকুঞ্জে র্যাম্প নির্মাণ বাতিলের আহ্বান ধরার
রাজধানীর হাতিরঝিলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে (দ্রুতগতির উড়ালসড়ক) এবং পান্থকুঞ্জ পার্কে এই এক্সপ্রেসওয়ের র্যাম্প নির্মাণের প্রকল্প বাতিলের দাবি জানিয়েছে পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি এ দাবি জানায়।
ধরা বলেছে, ভয়াবহ পরিবেশদূষণের কবলে থাকা বিপন্ন ঢাকাবাসীকে বাঁচাতে নগরের সবুজ ও প্রাণ-প্রকৃতি সংরক্ষণ ও উন্নয়নে সরকারের চরম উদাসীনতায় তারা অত্যন্ত উদ্বিগ্ন। সম্প্রতি হাতিরঝিলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং পান্থকুঞ্জে এর র্যাম্প নির্মাণের উদ্যোগের ফলে হাতিরঝিলের প্রকৃতি ও পান্থকুঞ্জ পার্ক ধ্বংসের মুখোমুখি, যা নাগরিক অধিকার ও পরিবেশ সংরক্ষণের প্রতি স্পষ্ট অবহেলা। এ ধরনের প্রকল্প পরিবেশবান্ধব নগর উন্নয়ন ধারণার সম্পূর্ণ পরিপন্থী। তাই অবিলম্বে ওই দুই জায়গা থেকে প্রকল্প বাতিল করে হাতিরঝিল ও পান্থকুঞ্জ সুরক্ষার দাবি জানাচ্ছে ধরা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হাতিরঝিল ঢাকার অন্যতম গুরুত্বপূর্ণ জলাধার ও নগরীর অন্যতম বিনোদন এলাকা। আমরা মনে করি, এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কার্যক্রম এই এলাকার প্রাকৃতিক পরিবেশ, জলজ জীববৈচিত্র্য এবং নান্দনিক সৌন্দর্যকে বিপন্ন করবে।
এ ছাড়া হাতিরঝিল ঢাকার মধ্যাঞ্চলে বসবাসকারী অভিজাত, মধ্যবিত্ত ও নিম্নবিত্ত নগরবাসীর জলাবদ্ধতা নিরসন, পয়োনিষ্কাশনের ব্যবস্থা ও ভূগর্ভস্থ পানি পুনর্ভরণসহ বায়ুদূষণ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলে হাতিরঝিল সংরক্ষণে উচ্চ আদালত ইতিমধ্যে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) ভবন উচ্ছেদেরও নির্দেশনা প্রদান করেছেন।
অন্যদিকে পান্থপথ, কারওয়ান বাজার, কাঁঠালবাগান ও হাতিরপুল এলাকার একমাত্র সবুজ উদ্যান পান্থকুঞ্জ পার্ক। এলিভেটেড এক্সপ্রেসওয়ের র্যাম্প নির্মাণের জন্য ইতিমধ্যে এই পার্কের প্রায় দুই হাজার গাছ কেটে ফেলা হয়েছে। এই ধ্বংসযজ্ঞ এলাকার বাসিন্দাদের মানসিক–শারীরিক স্বাস্থ্যসহ ঢাকার সামগ্রিক পরিবেশের ভারসাম্যকে চরমভাবে বিপন্ন করছে। পার্কটি ধ্বংস করা হলে এই অঞ্চলে বায়ুদূষণের সমস্যা আরও তীব্রতর হবে।
তাই পান্থকুঞ্জ পার্কে এলিভেটেড এক্সপ্রেসওয়ের র্যাম্প নির্মাণ বন্ধ করে পার্কটিকে পূর্বাবস্থায় ফিরিয়ে আনা অত্যন্ত জরুরি। আমরা উৎসাহের সঙ্গে লক্ষ করেছি, ২৭ দিন ধরে পান্থকুঞ্জ পার্ক রক্ষার দাবিতে তরুণ পরিবেশকর্মীরা সেখানে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন। তরুণদের এই উদ্যোগ পরিবেশ সংরক্ষণের আন্দোলনে নতুন মাত্রা যোগ করেছে।
ধরার তিন দাবি
ধরার পক্ষ থেকে তিনটি দাবি জানানো হয়েছে। দাবিগুলো হলো এক, এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের মাধ্যমে হাতিরঝিলে চলমান পরিবেশ ধ্বংসের আয়োজন বন্ধ ও বাতিল করা। পান্থকুঞ্জ পার্ক ধ্বংসকারী এলিভেটেড এক্সপ্রেসওয়ের র্যাম্প নির্মাণ অবিলম্বে বাতিল করা। দুই, এই সব ধ্বংসাত্মক প্রকল্পের সঙ্গে যুক্তদের চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া। তিন, অবিলম্বে হাতিরঝিলসহ দেশের সব নদী, খাল ও প্রাকৃতিক জলাধার এবং পান্থকুঞ্জ পার্কসহ দেশের সব পার্ক ও উদ্যান দূষণ ও দখলমুক্ত করে যথাযথ সংরক্ষণ ও উন্নয়ন করা।