সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এপিএস গাজী হাফিজুর রহমানের বিরুদ্ধে দুদকের মামলা

দুর্নীতি দমন কমিশনের (দুদক) লোগো

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব (এপিএস) গাজী হাফিজুর রহমান (লিকু), তাঁর স্ত্রীসহ স্বজন ও পরিচিত ব্যক্তিদের বিরুদ্ধে পৃথক চারটি মামলা হয়েছে। সোমবার দুর্নীতি দমন কমিশন (দুদক) এসব মামলা করেছে।

অর্থ পাচার প্রতিরোধ আইনের একটি মামলায় বলা হয়েছে, গাজী হাফিজুর রহমান লিকুর ৩৩টি ব্যাংক হিসাবে ১৪৪ কোটি ৫৯ লাখ টাকা লেনদেন হয়েছে। এ ছাড়া হাফিজুর রহমানের স্ত্রী রহিমা আক্তারের ৯টি ব্যাংক হিসাবে ১২ কোটি ৭৪ লাখ ১৩ হাজার টাকা লেনদেনের তথ্য পেয়েছে দুদক।

আরেকটি মামলায় গাজী হাফিজুর রহমান লিকুর জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ৫৫ লাখ ৩২ হাজার ৮৮০ টাকার তথ্য পাওয়ার কথা জানিয়েছে দুদক।

অর্থ পাচার প্রতিরোধ আইনের আরেকটি মামলায় গাজী হাফিজুর রহমানের ভাই গাজী মুস্তাফিজুর রহমানের চারটি ব্যাংক হিসাবে ১৯ কোটি ৪৬ লাখ ১১ হাজার ৯৬৩ টাকা লেনদেনের তথ্য পেয়েছে দুদক।