সাদপন্থীদের দেশের কোথাও ইজতেমা না করতে দেওয়ার দাবি জোবায়েরপন্থীদের
মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের ঢাকার টঙ্গীসহ দেশের কোথাও ইজতেমা করতে না দেওয়ার দাবি জানিয়েছেন মাওলানা জোবায়ের আহমদের অনুসারীরা। তাঁদের দাবি, সাদপন্থীরা তাবলিগ জামাতের নামে কার্যক্রম পরিচালনা করলেও আদতে তাঁরা তাবলিগ নয়। তবে তাবলিগের এ দুই পক্ষের মধ্যে বিদ্যমান সমস্যার সমাধানে অন্তর্বর্তী সরকার আগামী এপ্রিল পর্যন্ত সময় চেয়েছে বলেও জানিয়েছেন জোবায়েরপন্থীরা।
আজ রোববার জাতীয় প্রেসক্লাবে এ নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেন জোবায়েরপন্থীরা। ২০১৮ সালের ১ ডিসেম্বর টঙ্গীর ইজতেমা ময়দানে জোবায়েরপন্থীদের ওপর সাদপন্থীদের হামলার বিচারের দাবিতে এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মুফতি আমানুল হক।
লিখিত বক্তব্যে বলা হয়, ৬ বছর আগে জোবায়েরপন্থীদের ওপর সাদপন্থীরা টঙ্গীতে হামলা চালিয়েছিল। হামলায় জড়িতদের বিচারের আওতায় আনতে হবে। এ ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত করতে হবে।
এক প্রশ্নের জবাবে আমানুল হক বলেন, সাদপন্থীরা তাবলিগের নামে ইজতেমা করবেন, এটা তাঁরা চান না। সাদপন্থীদের সঙ্গে তাঁরা অতীতে কখনোই ইজতেমা করেননি এবং ভবিষ্যতেও করবেন না। মাওলানা সাদ কান্ধলভী কোরআন-হাদিসবিরোধী ও মনগড়া অনেক বক্তব্য দিয়েছেন। এ কারণেই তাবলিগের নামে শুধু টঙ্গী নয়, দেশের কোথাও তাঁদের ইজতেমা করতে না দিতে দীর্ঘদিন ধরে তাঁরা দাবি জানিয়ে আসছেন।
গত ১২ নভেম্বর অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র ও ধর্ম উপদেষ্টা জোবায়েরপন্থী ওলামা-মাশায়েখদের সঙ্গে বৈঠক করেন। সেখানে সিদ্ধান্ত হয়, তাবলিগ জামাতের দুটি পক্ষের বিবদমান সমস্যার সমাধানে আগামী বছরের এপ্রিলে সরকারের স্বরাষ্ট্র ও ধর্ম মন্ত্রণালয় পদক্ষেপ নেবে। সে পর্যন্ত দুই পক্ষই আগের নিয়মে তাবলিগ জামাতের মারকাজ (প্রধান কেন্দ্র) কাকরাইল মসজিদে থাকবে, টঙ্গীতে বিশ্ব ইজতেমার আয়োজন করবে।
আগের সমঝোতা অনুযায়ী, বিশ্ব ইজতেমায় অংশ নিতে মাওলানা সাদ কান্ধলভী বাংলাদেশে আসতে পারবেন না। বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হবে। প্রথম পর্বের আয়োজন করবেন মাওলানা জোবায়েরপন্থীরা। দ্বিতীয় পর্বের আয়োজন করবেন মাওলানা সাদপন্থীরা। তবে সাদপন্থীরা ভারতীয় নাগরিক মাওলানা সাদ কান্ধলভীকে বাংলাদেশে আসার অনুমতি দেওয়ার দাবি জানিয়ে আসছেন।