রাজধানীতে মাংস ব্যবসায়ীকে গুলি করে ৩ লাখ ৩১ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ

ছিনতাইপ্রতীকী ছবি

রাজধানীর দারুসসালাম টেকনিক্যাল মোড় এলাকায় ছিনতাইকারীদের গুলিতে রইস ব্যাপারী (৪০) নামের এক মাংস ব্যবসায়ী আহত হয়েছেন। তাঁর কাছ থেকে ছিনতাইকারীরা ৩ লাখ ৩১ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আজ বুধবার সকালের দিকে এ ঘটনা ঘটে। পরে আহত ব্যবসায়ী রইস ব্যাপারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি চিকিৎসা নিয়েছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পের পুলিশ পরিদর্শক মো. ফারুক আজ বিকেলে প্রথম আলোকে বলেন, হাসপাতালে এসে মাংস ব্যবসায়ী রইস ব্যাপারী পুলিশকে জানান, তিনি ৩ লাখ ৩১ হাজার টাকা নিয়ে রিকশায় চড়ে গাবতলী পশুর হাটে যাচ্ছিলেন। একপর্যায়ে দারুসসালাম টেকনিক্যাল মোড়ে চার ছিনতাইকারী তাঁর রিকশার গতিরোধ করে। তারা তাঁর ডান পায়ে গুলি করে ৩ লাখ ৩১ হাজার টাকা ও একটি মুঠোফোন ছিনিয়ে নেয়। পরে স্বজনেরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।

রইসের বন্ধু মো. আলমও পুলিশ পরিদর্শক মো. ফারুকের কাছে একই অভিযোগ করেন।

দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিব উল হোসেন প্রথম আলোকে বলেন, এমন একটি ছিনতাইয়ের ঘটনা তিনি শুনেছেন। তবে এ ব্যাপারে থানায় এসে কেউ অভিযোগ করেননি।