রাজধানীর নিউ মার্কেটের পাশের নিউ সুপার মার্কেট ভবনে লাগা আগুন নেভানোর চেষ্টা এখনো চলছে। আগুন অনেকটা নিয়ন্ত্রণে এলেও অনবরত ধোঁয়া বের হচ্ছে। এ জন্য অব্যাহতভাবে পানি ছেটানোর কাজ চলছে। এ মার্কেটের আগুন নেভাতে ঢাকা কলেজের পুকুর থেকে পানি নেওয়া হচ্ছে।
আজ শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে নিউ সুপার মার্কেটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এরপর একে একে ২৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। সকাল ৯টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক মো. মাইন উদ্দিন। তবে তিনি বলেন, আগুন নেভাতে আরও সময় লাগবে। দোকানিদের মালামাল উদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
এদিক বেলা সোয়া একটার দিকে সরেজমিনে দেখা যায়, ঢাকা কলেজের পুকুর থেকে পানি তুলতে ১৫টি শক্তিশালী পানির পাম্প বসানো হয়েছে। সাতটি পাইপে করে পানি তোলার কাজ চলছে। ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, নিউ মার্কেটের দক্ষিণ দিকের এলাকা থেকেও পানি সংগ্রহ করা হচ্ছে। ইডেন কলেজ ও আজিমপুর কোয়ার্টার থেকেও পানি সংগ্রহ করা হচ্ছে।
৪ এপ্রিল রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটে। ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবার আগুন লাগল রাজধানীর আরেকটি মার্কেটে।