স্বপ্ন যে পূরণ করা সম্ভব, উদাহরণ ছিলেন সাংবাদিক রেজোয়ান সিদ্দিকী

জাতীয় প্রেসক্লাবে দৈনিক দিনকালের ভারপ্রাপ্ত সম্পাদক রেজোয়ান হোসেন সিদ্দিকীর স্মরণসভার আয়োজন করা হয়। ঢাকা, ২১ জানুয়ারিছবি: প্রথম আলো

সব স্বপ্ন যে পূরণ করা সম্ভব, তার উদাহরণ ছিলেন রেজোয়ান হোসেন সিদ্দিকী। একটি পত্রিকার প্রথমে কম্পোজিটর, পরবর্তী সময়ে প্রুফরিডার, সহসম্পাদক ধাপে ধাপে সর্বোচ্চ পর্যায়ে সম্পাদক পর্যন্ত পৌঁছেছেন তিনি।

আজ রোববার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে দৈনিক দিনকালের ভারপ্রাপ্ত সম্পাদক রেজোয়ান হোসেন সিদ্দিকী (৭১) স্মরণে এক শোকসভায় জ্যেষ্ঠ সাংবাদিক, বন্ধু ও সহকর্মীরা এসব কথা বলেন। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে যৌথভাবে এই শোকসভার আয়োজন করে। সভায় মরহুমের স্ত্রী-সন্তান ও সহকর্মীরা অংশ নেন।

সভায় দিনকালের সহকারী সম্পাদক আবুল হোসেন বলেন, ‘পত্রিকার কম্পোজিউটর থেকে সম্পাদক এবং পিআইবির মহাপরিচালক হয়েছেন। মানুষের স্বপ্ন থাকলে যে তা অর্জন সম্ভব, তার উদাহরণ রেজোয়ান ভাই।’

সভায় বিএফইউজের (একাংশ) মহাসচিব কাদের গণি চৌধুরী বলেন, রেজোয়ান হোসেন কখনো আদর্শ বিচ্যুত হননি। তাঁর আদর্শ ছিল গণমাধ্যম ও গণতন্ত্রের স্বাধীনতা।

ডিইউজের (একাংশ) ভারপ্রাপ্ত সভাপতি রফিক মোহাম্মদ বলেন, ‘রেজোয়ান হোসেনের সারল্য আমাদের মুগ্ধ করত। তিনি ভারতীয় আগ্রাসন প্রতিহত করতে সংস্কৃতি বিকাশের মাধ্যমে জবাব দেওয়ার কথা বলতেন।’

ডিইউজের (একাংশ) সাবেক সভাপতি আবদুল হাই শিকদার বলেন, সাহিত্য–সংস্কৃতির সঙ্গে যদি রাজনীতি যুক্ত না থাকে, তবে তা লবণ ছাড়া তরকারির মতো। বিচিত্র ছিল রেজোয়ান সিদ্দিকীর জীবন। তাঁর সব প্রকাশনা ও গ্রন্থগুলো সংরক্ষণের উদ্যোগ নেওয়া প্রয়োজন।

ডিইউজের (একাংশ) সাবেক সভাপতি এলাহী নেওয়াজ খান বলেন, ‘তাঁর চলে যাওয়া, আমাদের ব্যথিত করেছে।’

সভায় সভাপতিত্ব করেন বিএফইউজের (একাংশ) সাবেক সভাপতি রুহুল আমিন গাজী। তিনি বলেন, নিজের আদর্শের সঙ্গে সমঝোতা করেননি রেজোয়ান সিদ্দিকী। নিজের আদর্শকেই বিশ্বাস করতেন।

ডিইউজের (একাংশ) সাধারণ সম্পাদক খুরশিদ আলম সভাটি পরিচালনা করেন। স্মরণসভায় আরও বক্তব্য দেন দিনকালের জ্যেষ্ঠ সাংবাদিক আতিকুর রহমান, সাংবাদিক আবদুল্লাহ যেয়াদ, সাংবাদিক হামিদুল মানিক, দিনকালের বার্তা সম্পাদক রাশেদুল হক প্রমুখ।

গত মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রেজোয়ান হোসেন সিদ্দিকী। তিনি দীর্ঘদিন কিডনির সমস্যায় ভুগছিলেন।