দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শেষ

দাওয়াতে ইসলামী বাংলাদেশের আয়োজনে তিন দিনের ‘সুন্নতে ভরা’ ইজতেমা শেষ হয়েছেছবি: সংগৃহীত

দাওয়াতে ইসলামী বাংলাদেশের আয়োজনে তিন দিনের ‘সুন্নতে ভরা’ ইজতেমা শেষ হয়েছে। আজ শনিবার রাজধানীর কাওলা এলাকায় আশিয়ান সিটি মাঠে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় এই ইজতেমা। দাওয়াতে ইসলামীর সভাপতি মাওলানা আবদুল মোবিন আত্তারি মোনাজাত পরিচালনা করেন।

ইজতেমার শেষ দিন আজ শনিবার সকাল থেকে দাওয়াতে ইসলামীর দায়িত্বশীলেরা কোরআন-হাদিসের আলোকে ইসলামের মৌলিক বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। এর মধ্যে শরিয়তের বিধিবিধান, নামাজের গুরুত্ব, জুলুম-অত্যাচারের পরিণতি, ইসলামের আলোকে জীবন গড়া ইত্যাদি নিয়ে আলোচনা হয়। বয়ান করেন দাওয়াতে ইসলামী মোবাল্লিগ কাওসার আত্তারি, ইয়াসিন আত্তারি, শাহরুখ আত্তারি প্রমুখ।

গত বৃহস্পতিবার ফজরের নামাজের পর তিন দিনের ইজতেমা শুরু হয়। এই তিন দিনে দাওয়াতে ইসলামী মোবাল্লিগরা বিষয়ভিত্তিক বয়ান করেন।

দাওয়াতে ইসলামীর গণমাধ্যম শাখার দায়িত্বশীল মহাম্মদ জহিরুল ইসলাম আত্তারি সাংবাদিকদের বলেন, ইজতেমা থেকে মুসল্লিরা ৩ দিন, ১২ দিন, ৩০ দিন ও ৬৩ দিনের জন্য ইসলামের দাওয়াত নিয়ে বের হবেন।