বাঁচার জন্য রক্ত নিতে এসে বাসের ধাক্কায় প্রাণ গেল শিশু আরাফাতের
রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা এলাকায় মিনিবাসের ধাক্কায় আরাফাত ইসলাম (৫) নামের এক শিশু মারা গেছে। আজ সোমবার (২ জানুয়ারি) সকাল ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বেলা সাড়ে ১১টার দিকে তাঁর মৃত্যু হয়। আরাফাত মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার চর বাউসিয়া বড়কান্দি গ্রামের শরিফ মিয়ার একমাত্র ছেলে।
শিশুটির মা আয়রিন আক্তার বলেন, জন্মের তিন বছর পর আরাফাতের থ্যালাসেমিয়া রোগ ধরা পড়ে। এরপর গত দুই বছর যাবৎ প্রতি মাসে এক ব্যাগ করে রক্ত দেওয়ার প্রয়োজন হতো। এ জন্য প্রতি মাসে ঢাকার শান্তিনগরে থ্যালাসেমিয়া ফাউন্ডেশন হাসপাতালে রক্ত দেওয়ার জন্য আরাফাতকে নিয়ে আসেন। আজ সকালেও মা আইরিন শিশুসন্তানকে নিয়ে মুন্সিগঞ্জ থেকে ঢাকায় আসছিলেন। পথে কাজলা হানিফ ফ্লাইওভার টোলপ্লাজার পাশে নামেন। সেখানে রাস্তার পাশে দাঁড়িয়ে প্রস্রাব করছিল শিশুটি। পাশেই দাঁড়িয়েছিলেন মা। তখন একটি মিনিবাস পেছন থেকে শিশুটিকে ধাক্কা দেয়।
শিশুটির বাবা শরিফ মিয়া বলেন, খবর পেয়ে তাকে সঙ্গে সঙ্গে ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করা হয়। সেখানে সে মারা যায়। এই ঘটনায় শরিফ মিয়া বাসচালকের কঠোর শাস্তি দাবি করেছেন।
এদিকে যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক আখতার হোসেন বলেন, কাজলা টোলপ্লাজার পাশে ফিটনেসবিহীন একটি মিনি বাসের ধাক্কায় শিশুটির মৃত্যু হয়েছে। ঘটনার পরপরই বাসটি জব্দ করা হয় এবং চালককে আটক করা হয়।
স্বজনেরা বলেন, শিশুটিকে সবে গ্রামের ৮১নং চর বাউসিয়া বড়কান্দি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে ভর্তি করা হয়েছিল। তার বাবা রাজধানীর ধোলাইখালে একটি দোকানে চাকরি করেন।