ধানমন্ডি ৩২ নম্বরে একজনের গায়ে আগুন দেওয়ার চেষ্টা, দুই যুবক আটক
ঢাকার ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় এক ব্যক্তি গায়ে আগুন দেওয়ার চেষ্টা করেছেন। এ সময় ওই ব্যক্তি ও তাঁর বন্ধুকে আটক করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে ককটেলসদৃশ বস্তু উদ্ধার করা হয়। রোববার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিরা হলেন হালিম রাজ (২৬) ও তাঁর বন্ধু আবদুল হালিম (৩০)।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পারভেজ ইসলাম প্রথম আলোকে বলেন, দুই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ককটেলসদৃশ বস্তু আসলে ককটেল কি না, তা শনাক্তের জন্য বোমা নিষ্ক্রিয়কারী ইউনিটকে খবর দেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, হালিম রাজের বাড়ি ময়মনসিংহের ধোবাউড়ায়। তিনি তৃতীয় শ্রেণি পর্যন্ত পড়াশোনা করে ঢাকায় চলে আসেন। বর্তমানে পশ্চিম রাজাবাজার এলাকায় থাকেন। তিনি নিজে গান ও কবিতা লিখেন। তাঁর ইচ্ছা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধুকে নিয়ে তাঁর লেখা কবিতা ও গান পেনড্রাইভ এবং সিডির মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে পাঠাবেন। বিভিন্ন ব্যক্তির কাছে গিয়ে এমন ইচ্ছার কথা জানিয়েছেন। কিন্তু কোথাও গিয়ে সাড়া পাননি। পরবর্তী সময়ে ধানমন্ডি ৩২ নম্বরের জাদুঘরে কর্মরত এক ব্যক্তির কাছে তাঁর ইচ্ছার কথা বলেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পুলিশ আরও জানায়, সিডি প্রধানমন্ত্রীর কাছে পাঠানোর জন্য হালিম এক বছর আগে ওই ব্যক্তিকে ৩৫ হাজার টাকা দেন। টাকা নিয়ে কাজ না করায় তিনি রেগে এ কাজ করেন।
হালিম রাজের বন্ধু আবদুল হালিমের বাড়ি লক্ষ্মীপুরে। তিনি রিকশা চালান। থাকেন রামপুরার একটি রিকশা গ্যারেজে।