মেট্রোরেলের এমআরটি পাসের রেজিস্ট্রেশন ৭ নভেম্বর পর্যন্ত স্থগিত
অনিবার্য কারণে মেট্রোরেলের এমআরটি পাসের রেজিস্ট্রেশন ও পুনরায় ইস্যু কার্যক্রম ৭ নভেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে। এ জন্য গভীরভাবে দুঃখ প্রকাশ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
শুক্রবার সন্ধ্যায় ডিএমটিসিএলের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ খবর জানানো হয়েছে।
মেট্রোরেলে যাতায়াতের জন্য এমআরটি পাস ও একক যাত্রা টিকিট রয়েছে। লাইনে দাঁড়িয়ে টিকিট কেনার ঝামেলা এড়াতে অনেক যাত্রী, বিশেষ করে নিয়মিত যাত্রীরা ম্যাস র্যাপিড ট্রানজিট (এমআরটি) পাস করে নেন। এতে ব্যস্ত সময়ে লম্বা লাইনে দাঁড়ানোর ঝক্কি এড়ানোর পাশাপাশি ভাড়া ১০ শতাংশ কমে পাওয়া যায়। এ ছাড়া এমআরটি পাসধারীরা স্টেশনের টিকিট কাউন্টার বন্ধ হয়ে যাওয়ার ৩০ মিনিট পর পর্যন্ত মেট্রোরেলে যাতায়াত করতে পারেন। এমআরটি পাসে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ব্যালেন্স বা স্থিতি রাখা যায়।