বুড়িগঙ্গায় ডুবে শিশুর মৃত্যু
বুড়িগঙ্গা নদীতে ডুবে মো. মাইনুদ্দিন (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় এ ঘটনা ঘটে।
শিশুটির মামা মো. মিজান বলেন, তাঁর ভাগনে স্থানীয় শিশুদের সঙ্গে খেলতে নৌকাঘাটে গিয়েছিল। একপর্যায়ে নদীর পাড়ের উঁচু স্থান থেকে নদীতে পড়ে যায়। খবর পেয়ে স্বজনেরা উদ্ধার করে সন্ধ্যা সাতটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া প্রথম আলোকে বলেন, শিশুটির মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কামরাঙ্গীরচর থানায় অবগত করা হয়েছে।
স্বজনেরা জানান, শিশুটির বাবা মো. ফিরোজ মিয়া পেশায় ভ্যানচালক। তাঁর চার ছেলে ও এক মেয়ে রয়েছে। মাইনুদ্দিন ছিল তৃতীয়। তাদের গ্রামের বাড়ি হবিগঞ্জের লাখাই উপজেলায়। কামরাঙ্গীরচরের কুড়ারঘাট দুই নম্বর গলিতে ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন ফিরোজ মিয়া।