বাংলা একাডেমি প্রতিষ্ঠার ৬৮ বছর আজ

বাংলা একাডেমিফাইল ছবি

বাংলা ভাষা ও সাহিত্যের চর্চা, গবেষণা ও প্রচারের লক্ষ্যে ১৯৫৫ সালের ৩ ডিসেম্বর শুরু হয়েছিল বাংলা একাডেমির যাত্রা। আজ রোববার ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত হলো বাংলা একাডেমির।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলা একাডেমি। সকালে ভাষা আন্দোলনের অমর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর বাংলা একাডেমি প্রতিষ্ঠার স্বপ্নদ্রষ্টা ড. মুহম্মদ শহীদুল্লাহ্‌র সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।

বিকেলে আয়োজিত হয় আলোচনা সভা। একাডেমির রবীন্দ্র চত্বরে ‘বঙ্গবন্ধুর শিক্ষাভাবনা’ শীর্ষক প্রতিষ্ঠাবার্ষিকী বক্তৃতা–২০২৩ প্রদান করেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।

স্বাগত ভাষণ দেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ। আলোচনা সভার সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন।

১৯৫৫ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে (বর্তমান বাংলাদেশে) এই একাডেমি প্রতিষ্ঠা করা হয়। রাষ্ট্রভাষা আন্দোলন-পরবর্তীকালের প্রেক্ষাপটে বাংলা একাডেমি প্রতিষ্ঠার দাবি ওঠে। তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন বর্ধমান হাউসে স্থাপিত হয় এই একাডেমির কার্যালয়।

বাংলা একাডেমির লক্ষ্য ও আদর্শে উল্লেখ রয়েছে, দেশজ সংস্কৃতি, কৃষ্টি, ইতিহাস, ঐতিহ্য, মুক্তিযুদ্ধের চেতনা, সমকালীন শিল্প ও সাহিত্য সংরক্ষণ এবং গবেষণা ও উন্নয়নের মাধ্যমে জাতির মানসিক বিকাশ ও উৎকর্ষ সাধনের লক্ষ্য নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি।

আরও পড়ুন