নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন দিলেন রিকশাচালক
রাজধানীর বাড্ডায় নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন দিয়েছেন রনি মিয়া (৩৫) নামের একজন রিকশাচালক। তাঁকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার মধ্যরাতে এ ঘটনা ঘটে।
চিকিৎসকেরা বলেছেন, রনি মিয়ার শরীরের ৪২ শতাংশ পুড়ে গেছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক।
রনি মিয়া বাড্ডার ৭ নম্বর সড়কের ৬৪ নম্বরে একটি টিনশেড বাসায় ভাড়া থাকতেন। হাসপাতালে রনির স্ত্রী সোনিয়া বেগম প্রথম আলোকে বলেন, তিনি পোশাকশ্রমিক। তাঁর স্বামী রনি ঠিকমতো রিকশা চালাতেন না। তিনি নিয়মিত জুয়া খেলেন। এতে রনি ২০ থেকে ৩০ টাকা হাজার টাকা ঋণগ্রস্ত হন। ওই টাকার জন্য পাওনাদারেরা তাঁকে চাপ দিচ্ছিলেন। এ ছাড়া তাঁর পাইলসের সমস্যাও রয়েছে।
সোনিয়া বেগম জানান, রনি মিয়া গতকাল রাত ১২টার পর বাসার বাইরে গিয়ে নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন দেন। এ সময় তাঁর চিৎকার শুনে বাইরে গিয়ে দেখেন, রনির শরীরে আগুন জ্বলছে। তখন আগুন নিভিয়ে দ্রুত তাঁকে হাসপাতালে নেওয়া হয়।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, রনির শরীরের অনেকটা পুড়ে গেছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক।