সায়েন্স ল্যাব, নিউমার্কেট এলাকায় বাস চলাচল কম, সন্দেহ হলেই তল্লাশি

সায়েন্স ল্যাব ও নিউমার্কেট এলাকায় বাস চলাচল কম দেখা গেছে। ১৮ জুলাই ২০২৪ছবি: সাজিদ হোসেন

রাজধানীর সায়েন্স ল্যাব ও নিউমার্কেট এলাকায় আজ বৃহস্পতিবার বাস চলাচল কম। হঠাৎ হঠাৎ দু-একটি বাস চলতে দেখা গেছে। এ এলাকায় রিকশা, সিএনজিচালিত অটোরিকশা ও কিছু মোটরসাইকেল চলাচল করছে।

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা আজ সেখানে ছড়িয়ে-ছিটিয়ে অবস্থান করছিলেন। পরে পুলিশ সায়েন্স ল্যাব মোড়ে ১০ থেকে ১২ জনকে ধাওয়া দেয়। তাঁদের মধ্যে নারীও ছিলেন। তাঁরা ছত্রভঙ্গ হয়ে যান।

সায়েন্স ল্যাব ও নিউমার্কেট এলাকায় প্রায় সব দোকানপাট বন্ধ থাকতে দেখা গেছে। দু-একটি দোকান খোলা থাকলেও সেগুলোর দরজা অনেকটাই টেনে রাখা। দু-একটি খাবারের দোকানও খোলা থাকতে দেখা গেছে।

বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ক্ষমতাসীন দলের বেশ কয়েকজন নেতা-কর্মী মোটরসাইকেলে করে নিউমার্কেট এলাকায় আসেন। দোকানপাটের সামনে গিয়ে তাঁরা ‘দোকান খোলো, দোকান খোলো’ বলতে থাকেন। তাঁদের কেউ কেউ আবার হেঁটে দোকানগুলো খোলার জন্য নির্দেশনা দিতে থাকেন।

পুলিশ সায়েন্স ল্যাব এলাকায় কাউকে সন্দেহ হলেই তল্লাশি চালাচ্ছে। কেউ শিক্ষার্থী বলে পরিচয় দিলে তাঁর পরিচয়পত্র দেখছে, বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করছে। ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরাও কাউকে সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করছেন।

সায়েন্স ল্যাব এলাকায় কাউকে সন্দেহ হলেই তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ১৮ জুলাই, ২০২৪
ছবি: সাজিদ হোসেন

মিডনাইট সান-২ নামের রেস্তোরাঁর সামনে ক্ষমতাসীন দলের বেশ কয়েকজন নেতা-কর্মীকে চেয়ারে বসে থাকতে দেখা গেছে।

নূরজাহান সুপারমার্কেটের নিচে শ খানেক যুবককে জড়ো হতে দেখা গেছে। তবে তাঁরা কারা, তা নিশ্চিত হওয়া যায়নি।

এ ছাড়া গাউছিয়া মার্কেটের সামনেও কয়েক শ যুবককে জড়ো হতে দেখা গেছে। তাঁদের পরিচয়ও নিশ্চিত হওয়া যায়নি।

‘শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ, বিজিবি, র‍্যাব ও সোয়াটের ন্যক্কারজনক হামলা, খুনের প্রতিবাদ, খুনিদের বিচার, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করা এবং কোটাব্যবস্থার যৌক্তিক সংস্কারের দাবিতে’ আজ সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ (সর্বাত্মক অবরোধ) পালন করছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এই কর্মসূচি চলাকালে শুধু হাসপাতাল, গণমাধ্যমসহ অন্যান্য জরুরি সেবা ছাড়া সবকিছু বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছেন তাঁরা।

আরও পড়ুন