টিএসসি এলাকায় আনসার সদস্যদের বিক্ষোভকারীরা ঘিরে ধরলে উত্তেজনা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় কয়েকজন আনসার সদস্যকে একদল বিক্ষোভকারী ঘিরে ধরলে উত্তেজনা তৈরি হয়। পরে আনসার সদস্যরা জগন্নাথ হলের ভেতর দিয়ে চলে গেলে উত্তেজনা থামে। আজ রোববার সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে এসব ঘটনা ঘটে।
সরকার পদত্যাগের এক দফা দাবিতে আজ থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
সকাল ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় চার-পাঁচজন আনসার সদস্যকে অবস্থান করতে দেখা যায়। একপর্যায়ে সেখানে একদল বিক্ষোভকারী আসেন। তাঁদের অনেকের হাতে ছিল লাঠিসোঁটা। তাঁরা আনসার সদস্যদের ঘিরে ধরেন।
পরে বিক্ষোভকারী জনতা আনসার সদস্যদের শামসুন নাহার হলের দিকে নিয়ে যান। শামসুন নাহার হলের সামনে কেউ কেউ আনসার সদস্যদের মারতে উদ্ধত হন। এ সময় অন্যরা আনসার সদস্যদের মারধর থেকে রক্ষার চেষ্টা করেন।
পরে আনসার সদস্যদের জগন্নাথ হলের ভেতর দিয়ে চলে যেত বলা হয়। সকাল সাড়ে ১০টার দিকে তাঁরা জগন্নাথ হলের ভেতরে চলে যান। এতে উত্তেজনা থামে।