পুরান ঢাকায় ব্যবসায়ী হত্যায় নারী গ্রেপ্তার, রক্তমাখা শিল ও বোরকা উদ্ধার
রাজধানী ঢাকার চকবাজারের পোস্তা এলাকায় ব্যবসায়ী নজরুল ইসলাম (৫২) হত্যার ঘটনায় জড়িত সন্দেহে এক নারীকে গ্রেপ্তার করেছে চকবাজার মডেল থানা-পুলিশ। শনিবার যশোর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ বলেছে, নজরুল ইসলাম ও ওই নারীর মধ্যে সম্পর্ক ছিল। তাঁর দেওয়া তথ্যমতে পুলিশ ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত রক্তমাখা শিল ও বোরকা উদ্ধার করেছে।
ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, স্ত্রী-সন্তান বাসায় না থাকার সুযোগে নজরুল ইসলাম ২ ডিসেম্বর ওই নারীকে বাসায় নিয়ে আসেন। রাতে তাঁদের মধ্যে চাকরি ও বিয়ে নিয়ে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে ওই নারী ক্ষুব্ধ হয়ে নজরুলকে শিল-পাটার শিল দিয়ে মাথা ও মুখে গুরুতর আঘাত করে ও বালিশ চাপা দেন। পরে নজরুল ইসলামের হাত, পা ও মুখ বেঁধে তাঁকে নির্মমভাবে হত্যা করেন।
চকবাজার মডেল থানা সূ্ত্রে জানা যায়, গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে রাজধানীর চকবাজারের পোস্তা এলাকার ৬৬/১, আরএনডি রোডের একটি ফ্ল্যাট থেকে নজরুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় মরদেহটির হাত, পা ও মুখ বাঁধা এবং পুরুষাঙ্গ কাটা ছিল। এ ঘটনায় নিহতের বড় ভাই মো. তৌহিদুল ইসলাম বাদী হয়ে চকবাজার মডেল থানায় একটি হত্যা মামলা করেন।
পুরান ঢাকার লালবাগের আলী নগর এলাকায় নজরুল ইসলামের ‘নজরুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ’ নামের একটি কারখানা ছিল। তাঁর বাড়ি নরসিংদীর বেলাব উপজেলায়।