আওয়ামী লীগের তিন সংগঠনের শান্তি সমাবেশে বিপুল নেতা–কর্মীর উপস্থিতি
আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম তিন সংগঠনের শান্তি সমাবেশ আজ শুক্রবার বেলা দুইটার দিকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। সমাবেশ শুরুর পর আগে ধারণ করা (রেকর্ডেড) দুটি গান পরিবেশন করা হয়।
বেলা আড়াইটার দিকে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম তিন সংগঠনের শান্তি সমাবেশে বিপুল নেতা–কর্মীকে উপস্থিত থাকতে দেখা যায়।
সমাবেশে নারায়ণগঞ্জের সংসদ সদস্য শামীম ওসমানের নেতৃত্বে বড় একটি মিছিল আসে। এ ছাড়া অন্যান্য সংসদ সদস্য, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মীরা মিছিল নিয়ে আসেন।
এর আগে মঞ্চে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলোর নেতা–কর্মীদের উজ্জীবিত করতে এসব গান পরিবেশন করা হচ্ছে।
বেলা দুইটার পর থেকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ ফটক ও এর আশপাশের এলাকা যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের সমাবেশস্থল মিছিলে মিছিলে ভরে যেতে শুরু করে।
বেলা দেড়টার পর বৃষ্টির মধ্যে সাভার সদর যুবলীগের কয়েক শ নেতা–কর্মী মিছিল নিয়ে সমাবেশে আসেন। তাঁদের বেশির ভাগের হাতে থাকা লাঠির মাথায় যুবলীগের পতাকা ছিল।
জুমার নামাজের সময় থেকে শুরু হওয়া হালকা বৃষ্টিতে ভিজে ভিজেই সমাবেশস্থলে যেতে দেখা যায় নেতা–কর্মীদের।