লালমাটিয়ায় শুরু হয়েছে ‘অস্তিত্বের প্রতিধ্বনি' নামের চিত্র প্রদর্শনী
রাজধানীর লালমাটিয়ার কলাকেন্দ্রে শুরু হয়েছে ‘অস্তিত্বের প্রতিধ্বনি’ শিরোনামে শিল্পী রিপন সাহার একক প্রদর্শনী। শনিবার ৭৮টি শিল্পকর্ম নিয়ে আয়োজিত এ প্রদর্শনীর উদ্বোধন করেন শিল্পী কার্টুনিস্ট শিশির ভট্টাচার্য।
শিশির ভট্টাচার্য বলেন, অনেক রকম সীমাবদ্ধতার মধ্যেও শিল্পীর যে দৃশ্যজগৎ তা প্রবল। শিল্পী রিপন সাহার কাজ কার্টুন নয়, আর্ট ওয়ার্ক। তাঁর ছবিতে এত বৈচিত্র্যময় পরিবর্তন যে তা বিস্ময়কর।
অস্তিত্বের প্রতিধ্বনি প্রদর্শনী নিয়ে শিশির ভট্টাচার্য বলেন, ‘পিকটোরিয়াল’ ও ‘ভিজ্যুয়াল’ জগৎ নিয়ে যাঁরা চলেন, তাঁদের এ প্রদর্শনী দেখা উচিত। ভালো না লাগার ভাষাটা কী, তা বুঝতে হলেও এ প্রদর্শনী দেখা দরকার।
শিল্পী রিপন সাহা চট্টগ্রাম থেকে ভার্চ্যুয়ালি প্রদর্শনীতে যুক্ত হন। বিভিন্ন কারণে জনসমাগম এড়িয়ে চলা এই শিল্পীর সঙ্গে ছবির বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করেন কার্টুনিস্ট শিশির ভট্টাচার্য।
অস্তিত্বের প্রতিধ্বনি প্রদর্শনীর কিউরেটর শিল্পী ওয়াকিলুর রহমান। তিনি প্রথম আলোকে বলেন, কলাকেন্দ্রে এটি শিল্পীর একক তৃতীয় প্রদর্শনী। শিল্পী সমকালীন প্রসঙ্গগুলো গিমিক, স্যাটায়ার ও উইটের মাধ্যমে তুলে এনেছেন। এই শিল্পী সিঙ্গেল লাইনে ছবি দৃশ্যকল্প স্পষ্ট করতে পারেন।
অস্তিত্বের প্রতিধ্বনি প্রদর্শনীতে স্থান পেয়েছে রিপন সাহার ৭৮টি শিল্পকর্ম। এর মধ্যে ড্রইং পেইন্টিং ছাড়াও আছে তিনটি ভিডিও। শনিবার থেকে শুরু হওয়া এই প্রদর্শনী চলবে আগামী ১১ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে প্রদর্শনী।