রাজধানীজুড়ে নানা দাবিতে অবস্থান, সড়কে যানজট

রাজধানীর মগবাজারে আজ রোববার দুপুরে যানজটে আটকে আছে গাড়িছবি: আশরাফুল আলম

রাজধানীর দোয়েল চত্বর, উত্তরা, শাহবাগ, মিরপুর রোড, সায়েন্স ল্যাব,  প্রেসক্লাব এলাকায় বিভিন্ন দাবিতে বিভিন্ন সংগঠন ও শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন। এতে অনেক এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। কোথাও কোথাও যানজট তীব্র হয়েছে।

আজ রোববার বেলা সোয়া ১১টা থেকে ৩টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন রাস্তার অবস্থা ছিল এমন।

সায়েন্স ল্যাব মোড়ে এইচএসসি পরীক্ষা বাতিলের দাবিতে বেলা তিনটার দিকে একদল শিক্ষার্থীকে সড়ক অবরোধ করে রাখতে দেখা যায়। উত্তরা বিএনএস সেন্টারের সামনেও এইচএসসি পরীক্ষা বাতিলের দাবিতে সড়ক অবরোধ করে রেখেছেন কিছু শিক্ষার্থী। একই সময়ে  নিউমার্কেটের সামনে গার্হস্থ্য অর্থনীতি কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রেখেছেন। তাঁরা হলে সিট পাওয়ার দাবিতে বিক্ষোভ করছেন। এ সময়ে মিরপুর সড়কে যান চলাচল প্রায় বন্ধ হয়ে যায়।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনা অতিথি ভবনের সামনে সড়ক অবরোধ করে মানববন্ধন করেছেন ‘তথ্য আপা’ প্রকল্পের নারীরা। এই প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের জনবলসহ রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে তাঁরা সকাল ৯টা থেকে সেখানে সড়ক অবরোধ করে রেখেছেন। বেলা তিনটা পর্যন্ত তাঁরা সেখানে ছিলেন বলে জানা গেছে।

বেলা ১১টার দিকে শিক্ষাভবনের পাশ থেকে মাইকের আওয়াজ পাওয়া যাচ্ছিল। প্রেসক্লাব পর্যন্ত যাওয়ার আগেই দেখা গেল পুরো এলাকাজুড়ে কয়েক শ মানুষ। চাকরি স্থায়ীকরণ, সংস্কার, পুনর্বহাল, জাতীয়করণসহ নানা দাবি নিয়ে তাঁরা এসেছেন এই এলাকায়।

বেলা ১১টার দিকে প্রেসক্লাবের সামনে জায়গা না পেয়ে তৎকালীন বিডিআর থেকে চাকরিচ্যুত সদস্যদের একটি দল পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভবনের সামনে অবস্থান নিয়েছেন। বৈকুণ্ঠ দেব নামের একজন সাবেক সদস্য প্রথম আলোকে বলেন, বিদ্রোহের কোনো ঘটনার সঙ্গেই তাঁরা জড়িত ছিলেন না। বিনা কারণে তাঁদের চাকরিচ্যুত করার পাশাপাশি অন্য বাহিনীতে যোগ দিতে গেলেও তাঁদের বাদ দেওয়া হয়। এখন চাকরি পুনর্বহালের দাবিতে তাঁরা স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে স্মারকলিপি দেবেন।

বেতনবৈষম্য রোধে কয়েক দিন ধরেই গ্রাম পুলিশ রাজধানীর প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়েছে। বেলা ১১টার দিকে তাদের দেখা গেছে। একই সময়ে প্রেসক্লাবের সামনে  মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) শিক্ষার্থীরা দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে মানববন্ধন করেছেন। চাকরি স্থায়ীকরণের জন্য  দাঁড়িয়েছেন বাংলাদেশ পরিবার পরিকল্পনা স্বেচ্ছাসেবী (মহিলা) দাবি বাস্তবায়ন পরিষদ। মাদ্রাসা বোর্ডের বৈষম্যে রোধের দাবিতে মানববন্ধন করেছেন বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক সমিতি। এ ছাড়া তৃণমূল নাগরিক আন্দোলন নামে একটি সংগঠন শেখ হাসিনা ও তাঁর সরকারের কর্মকর্তা কর্মচারীদের  বিচারের দাবিতে সমাবেশ করছে।

জাতীয় প্রেসক্লাবের সামনে আজ রোববার বেলা ১১টার দিকে তৎকালীন বিডিআরের চাকরিচ্যুত সদস্যদের মানববন্ধন
ছবি: দীপু মালাকার

প্রেসক্লাব থেকে শিক্ষা ভবনের দিকে যেতে সকালে বিভিন্ন সংস্কারের দাবিতে মানববন্ধনে দাঁড়িয়েছে ডিপ্লোমা সাধারণ শিক্ষার্থীরা। প্রেসক্লাব ছাড়াও হাইকোর্টের সামনের গেটে একটি জটলা দেখা যায়। সকালে  বাংলামোটরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের সামনেও একটি দলকে দাবি আদায়ে ব্যানার নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। কারওয়ান বাজারে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সামনে সকালে একদল মানুষ অবস্থান নিয়ে নানা দাবিতে স্লোগান দেন।  পুলিশ সার্জেন্ট শেখ ইমরান হোসাইন প্রথম আলোকে বলেন,  বিভিন্ন দাবিতে মানুষ সড়ক অবরোধ করায় বেলা ১১টার পরে প্রেসক্লাব ও সচিবালয় এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

বেলা ১১টার পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শাহবাগমুখী সড়কে অর্ধশত বাস নিয়ে বিভিন্ন জেলা থেকে আগত হাজার খানেক মানুষকে দেখা যায়। জাদুঘরের সামনে একটি মঞ্চও প্রস্তুত করে রাখা। তাদের একটি ব্যানারে লেখা, দুর্নীতিবিরোধী বিশেষ আইন প্রণয়নের দাবিতে সমাবেশ। আয়োজক অহিংস গণ-অভ্যুত্থান বাংলাদেশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মুনিবুর রহমান প্রথম আলোকে বলেন, শহরের বিভিন্ন স্থানে মানববন্ধন, কর্মসূচি চলছে। এতে অনেক জায়গায় সড়কে যান চলাচল বন্ধ। আবার শিক্ষাপ্রতিষ্ঠানও খুলেছে। বিভিন্ন জায়গায় যানজট শুরু হয়েছে এবং কোথাও কোথাও ধীরগতিতে গাড়ি চলছে।