বংশালে ২৫টি ককটেলসদৃশ বস্তু উদ্ধার

বংশাল এলাকা থেকে ২৫টি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশছবি: সংগৃহীত

রাজধানীর বংশাল এলাকা থেকে ২৫টি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে এগুলো উদ্ধার করা হয়। পরে সেগুলো নিষ্ক্রিয় করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজমের (সিটিটিসি) বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট। আজ রোববার ডিএমপি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

ডিএমপি সূত্রে জানা গেছে, গুলিস্তানের ফুলবাড়িয়ায় বিআরটিসি টিকিট কাউন্টারসংলগ্ন পানির ট্যাংক অফিসের পেছনে ককটেলসদৃশ বস্তু দেখতে পান স্থানীয় এক ব্যক্তি। পরে তিনি বংশাল থানা–পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে যায়।

পুলিশ আরও জানিয়েছে, বংশাল থানা–পুলিশ বিষয়টি সিটিটিসির বম্ব ডিসপোজাল ইউনিটকে জানায়। পরে রাত ১১টার দিকে বম্ব ডিসপোজাল ইউনিটের একটি দল ঘটনাস্থলে যায়। পরে সুরিটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সেগুলো যথাযথ প্রক্রিয়ায় নিষ্ক্রিয় করা হয়।