জন্মনিবন্ধনে জালিয়াতিতে একজন চাকরিচ্যুত, আরেকজন সাময়িক বরখাস্ত

জন্মনিবন্ধন
প্রতীকী ছবি

জন্মনিবন্ধনে জালিয়াতি করায় এক কর্মীকে চাকরিচ্যুত ও এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

আজ বৃহস্পতিবার ঢাকা উত্তর সিটির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক স্বাক্ষরিত দুটি পৃথক অফিস আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

চাকরিচ্যুত হওয়া কর্মী হলেন ঢাকা উত্তর সিটির অঞ্চল-৫–এর স্বাস্থ্য শাখার জন্ম-মৃত্যুনিবন্ধন সহকারী মাফরুজা সুলতানা। তিনি অঞ্চল-৩ ও অঞ্চল-৯–এ অতিরিক্ত দায়িত্ব পালন করতেন। আর সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তা হলেন ঢাকা উত্তর সিটির অঞ্চল-৩ ও অতিরিক্ত দায়িত্ব অঞ্চল-৯–এর সহকারী স্বাস্থ্য কর্মকর্তা (মূল পদ: সহকারী সার্জন) আজিজুন নেছা।

অফিস আদেশে বলা হয়, নিবন্ধন সহকারী মাফরুজা সুলতানা অঞ্চল-৩ ও অঞ্চল-৯–এ অতিরিক্ত দায়িত্ব পালনকালে উজবেকিস্তানে জন্ম নেওয়া রুশ বংশোদ্ভূত মা–বাবার সন্তান এলিনা তৌহিদের জন্মনিবন্ধন করেছেন। এ ছাড়া তিনি স্বাক্ষর জাল করে জন্মনিবন্ধন সনদ প্রদান ও যাঁরা জন্মনিবন্ধন সনদ পাওয়ার যোগ্য নন, তাঁদেরও সনদ দিয়েছেন।

আদেশে এ–ও বলা হয়, তাঁর (মাফরুজার) এসব কাজে দৃশ্যমান হয় যে তিনি বিভিন্ন সময় অনিয়ম, দুর্নীতি এবং করপোরেশন ও জনস্বার্থবিরোধী কাজ করেছেন। এতে করপোরেশনের সেবামূলক কার্যক্রম ও সুনাম মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে, যা ঢাকা উত্তর সিটির কর্মচারী চাকরি বিধিমালা অনুযায়ী দায়িত্ব পালনে অবহেলা, অসদাচরণ, অদক্ষতা, দুর্নীতি বা প্রতারণার শামিল ও শাস্তিযোগ্য অপরাধ। তাই জনস্বার্থ ও করপোরেশনের স্বার্থ রক্ষায় মাফরুজাকে চাকরি বিধিমালা অনুযায়ী চাকরি থেকে অপসারণ করা হয়েছে।

আরও পড়ুন

এদিকে চিকিৎসক আজিজুন নেছাকে সাময়িক বরখাস্তের বিষয়ে দেওয়া আদেশে বলা হয়, তিনি উত্তর সিটির কর্মচারী চাকরি বিধিমালা অনুযায়ী দায়িত্ব পালনে অবহেলা ও অদক্ষতার অভিযোগে অভিযুক্ত হয়েছেন। বিধিমালার ৫৫–এর (১) উপবিধি অনুযায়ী তাঁকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত হয়েছে।

আরও পড়ুন