মোহাম্মদপুরে গুলিতে একজনকে হত্যার মামলায় সাবেক কাউন্সিলর সলিমুল্লাহ গ্রেপ্তার

গ্রেপ্তারপ্রতীকী ছবি

রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকা থেকে সাবেক ওয়ার্ড কাউন্সিলর সলিমুল্লাহ সলুকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ রোববার রাতে এক খুদে বার্তায় এ তথ্য জানিয়েছে র‍্যাব। র‍্যাব বলছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে বসিলা এলাকায় মো. সুজন নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়। এই হত্যা মামলায় উত্তর সিটি করপোরেশনের ২৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সলিমুল্লাহকে আসামি করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে গুলি, সংঘর্ষ ও নানা ধরনের সহিংসতায় গত ১৬ জুলাই থেকে ২৭ আগস্ট পর্যন্ত সারা দেশে কমপক্ষে ৭৫৯ জনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে শিক্ষার্থী, নারী, শিশু, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ রয়েছেন। তাঁদের মধ্যে কেউ ঘটনাস্থলে, আবার কেউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।