ছিনতাইকারী সন্দেহে রাজধানীতে ৯৩ জনকে গ্রেপ্তার

হাতকড়াপ্রতীকী ছবি

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গত ২৪ ঘণ্টায় ছিনতাইকারী সন্দেহে ৯৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার তাঁদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

আজ সোমবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিসি তালেবুর রহমান।

তালেবুর রহমান বলেন, গতকাল সকাল আটটা থেকে আজ সকাল আটটা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এই ৯৩ জনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে ডিএমপির রমনা বিভাগ ৮ জন, মতিঝিল বিভাগ ১৪, লালবাগ বিভাগ ২৬, ওয়ারী বিভাগ ১০, তেজগাঁও বিভাগ ১৯, মিরপুর বিভাগ ৪, উত্তরা বিভাগ ৮ ও গুলশান বিভাগ ৪ জনকে গ্রেপ্তার করেছে।

সন্দেহভাজন এসব ছিনতাইকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন