‘তৃতীয় পক্ষ’ উসকানি দিয়ে সংঘর্ষের ঘটনা ঘটিয়েছে, দাবি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের
অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে ‘তৃতীয় পক্ষ’ উসকানি দিয়ে সংঘর্ষের ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেছেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। শিক্ষাপ্রতিষ্ঠানে হামলা, সংঘাত-সংঘর্ষের ঘটনায় শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের সংশ্লিষ্টতা নেই বলে দাবি তাঁদের।
আজ মঙ্গলবার কলেজ ক্যাম্পাসে সম্প্রতি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও সংঘর্ষের ঘটনায় নিজেদের বক্তব্য জানাতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন শিক্ষার্থীরা। সেখানে তাঁরা এ দাবি করেন।
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা এ ঘটনায় জড়িতদের শাস্তিও দাবি করেন।
কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী লিখন ইসলাম বলেছেন, ‘গত কয়েক দিনে শিক্ষাপ্রতিষ্ঠানে সহিংসতার কোনো ঘটনায় আমাদের সাধারণ শিক্ষার্থীরা জড়িত নয়। গত রোববার কলেজে পরীক্ষা চলাকালীন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা আমাদের ক্যাম্পাসে হামলা করে। এতে নারী শিক্ষার্থীসহ অনেকে আহত হয় এবং কলেজের মধ্যে ব্যাপক ভাঙচুর ও লুটপাট হয়।’
লিখন ইসলাম বলেন, ‘হামলার প্রতিবাদে গতকাল সোমবার ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভের এক পর্যায়ে তৃতীয় পক্ষ শিক্ষার্থীদের উসকে দিয়ে মাহবুবুর রহমান মোল্লা কলেজের দিকে নিয়ে সেই প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর করে। এতে সোহরাওয়ার্দী কলেজের কোনো সাধারণ শিক্ষার্থীর সংশ্লিষ্টতা নেই।’