ঢাকায় ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহত
রাজধানীর ফার্মগেটে ছুরিকাঘাতে পুলিশের এক সদস্য নিহত হয়েছেন। আজ শনিবার ভোরে এ ঘটনা ঘটে।
নিহত ওই পুলিশ সদস্যের নাম মনিরুজ্জামান তালুকদার (৪০)। তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিকের তেজগাঁও বিভাগে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, ফার্মগেটের সেজান পয়েন্টের সামনে ছুরিকাঘাতে আহত এক ব্যক্তি মাটিতে পড়ে আছেন—আজ ভোর সোয়া চারটার দিকে এমন সংবাদ পাওয়ার পর তেজগাঁও থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পরে গুরুতর আহত অবস্থায় পুলিশ কনস্টেবল মনিরুজ্জামানকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পুলিশের তেজগাঁও থানার পরিদর্শক (অপারেশন) সারোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, মনিরুজ্জামান ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
মনিরুজ্জামানের গ্রামের বাড়ি শেরপুরে উল্লেখ করে পুলিশের এই কর্মকর্তা বলেন, তিনি (মনিরুজ্জামান) পবিত্র ঈদুল আজহার ছুটিতে গ্রামের বাড়িতে গিয়েছিলেন।
সেখান থেকে ঢাকায় ফেরার পর এ ঘটনা ঘটেছে। মনিরুজ্জামানের লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।