রাজধানীর পৃথক এলাকা থেকে পিস্তল ও পাইপগান উদ্ধার

রাজধানীর মিরপুর ও উত্তরা এলাকা থেকে এই দুটি অস্ত্র উদ্ধার করা হয়েছেছবি: সংগৃহীত

রাজধানীর পৃথক এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি চায়নিজ পিস্তল ও একটি পাইপগান উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার মিরপুর ৬ নম্বর সেকশন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি চায়নিজ পিস্তল উদ্ধার করা হয়। আর উত্তরা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি পাইপগান উদ্ধার করা হয়।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়। মিরপুর থানা-পুলিশ সূত্র জানায়, শুক্রবার রাতে তরিকুল ইসলাম নামের একজন সিএনজিচালক পথে থাকা কুকুরের জন্য খাবার নিতে এবিএস টাওয়ারের সামনে ময়লার স্তূপে যান। তিনি সেখানে থাকা একটি নীল রঙের ছেঁড়া গেঞ্জির মধ্যে পিস্তলসদৃশ বস্তু দেখতে পেয়ে মিরপুর মডেল থানায় সংবাদ দেন। খবর পেয়ে পুলিশের টহল দল ঘটনাস্থলে গিয়ে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রটি উদ্ধার করে।

রাজধানীর মিরপুর ও উত্তরা এলাকা থেকে এই দুটি অস্ত্র উদ্ধার করা হয়েছে
ছবি: সংগৃহীত

উত্তরা পূর্ব থানা সূত্রে জানা যায়, উত্তরা কল্যাণ সমিতির লোকজন উত্তরা ৪ নম্বর সেক্টরের একটি নালা পরিষ্কারের কাজ করছিলেন। এ সময় শ্রমিকেরা নালার কাদার ভেতর অস্ত্রসদৃশ বস্তু দেখতে পেয়ে উত্তরা পূর্ব থানায় সংবাদ দেন। পরে উত্তরা পূর্ব থানার পুলিশ বেলা পৌনে ১১টার দিকে সেখানে গিয়ে পাইপগানটি উদ্ধার করে।