‘অহিংস গণ-অভ্যুত্থান বাংলাদেশের’ অন্যতম সংগঠক মাহবুবুল আলম গ্রেপ্তার

মাহবুবুল আলম চৌধুরীছবি : ডিএমপি নিউজের ওয়েবসাইট থেকে নেওয়া

‘অহিংস গণ-অভ্যুত্থান বাংলাদেশ’ নামের একটি সংগঠনের অন্যতম সংগঠক মাহবুবুল আলম চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাত সোয়া আটটার দিকে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের একটি দল ঢাকার শান্তিনগর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।

সিটিটিসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাহবুবুল আলম চৌধুরীকে শান্তিনগর এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। তিনি অহিংস গণ-অভ্যুত্থান বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ও অন্যতম আহ্বায়ক। মাহবুবুল আলম চৌধুরীকে এরই মধ্যে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এক লাখ টাকা করে ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে দেশের বিভিন্ন এলাকা থেকে লোকজনকে এনে সোমবার ভোরে রাজধানীর শাহবাগে সমবেত করার চেষ্টা করে ‘অহিংস গণ-অভ্যুত্থান বাংলাদেশ’। প্রলোভনে পড়া লোকজন ও শাহবাগ থানা-পুলিশ এই তথ্য জানিয়েছে।

প্রলোভনে পড়া লোকজন বলছেন, ‘অহিংস গণ-অভ্যুত্থান বাংলাদেশ’ নামের একটি সংগঠনের পক্ষ থেকে বলা হয়, বিদেশে পাচার করা অর্থ দেশে ফিরিয়ে আনা হবে। শাহবাগে যাঁরা উপস্থিত হবেন, তাঁদের এক লাখ টাকা করে ঋণ দেওয়া হবে।

পুলিশ ও শাহবাগে আসা লোকজন বলছেন, এমন প্রলোভনে পড়ে গতকাল রোববার দিবাগত রাত একটার পর সারা দেশ থেকে বাস, পিকআপ ও মাইক্রোবাসে সাধারণ মানুষ ঢাকায় আসতে শুরু করেন। পরে পুলিশ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসা লোকজনকে বুঝিয়ে ফেরত পাঠানোর চেষ্টা করেন।

আরও পড়ুন