চাকরিচ্যুত বিডিআর সদস্যরা শাহবাগ থেকে সরে শহীদ মিনারে অবস্থান নিয়েছেন
পিলখানায় বিডিআর বিদ্রোহের হত্যা মামলার কারাবন্দীদের মুক্তি, পুনঃ তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত, চাকরিচ্যুতদের পুনর্বহাল ও পুনর্বাসনের দাবিতে শাহবাগে করা অবরোধ বেলা সাড়ে তিনটার দিকে তুলে নেওয়া হয়েছে। এর ফলে শাহবাগ দিয়ে যানচলা শুরু হয়েছে।
বিডিআর বিদ্রোহের ঘটনায় চাকরিচ্যুত সদস্যরা ও কারাবন্দী সদস্যদের স্বজনেরা এসব দাবিতে আজ বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে শহীদ মিনার থেকে পদযাত্রা করে শাহবাগে এসে অবরোধ করেন। এখন তাঁরা আবার শহীদ মিনারে গিয়ে অবস্থান নিয়েছেন।
গতকাল বুধবারও তাঁরা একই দাবিতে শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেন এবং প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপিও দেন। এমনকি তাঁরা রাতেও সেখানে ছিলেন। এই কর্মসূচিতে একাত্মতা ঘোষণা করে তাঁদের সঙ্গে ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য মাহিন সরকার। আজ দুপুরে তাঁরা শাহবাগ অবরোধ করেন।
বেলা আড়াইটার দিকে মাহিন সরকার অবরোধ সরিয়ে নিতে আহ্বান জানান। অবরোধ কর্মসূচিতে তিনি বলেন, ‘আপনারা জনদুর্ভোগ তৈরি করবেন না। আজকের মতো অবরোধ কর্মসূচি শেষ করুন।’ কিন্তু উপস্থিত চাকরিচ্যুত বিডিয়ারের সদস্যরা দাবি না মানা পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে ঘোষণা দেন। তবে বেলা সাড়ে তিনটার দিকে তাঁরা শাহবাগের অবরোধ কর্মসূচি তুলে নেন।
অবরোধের কারণ রাজধানীর গুরুত্বপূর্ণ এই মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় এর প্রভাব পড়ে বিভিন্ন সড়কে। তৈরি হয় তীব্র যানজট।