শিল্পকলায় আগামীকাল থেকে তিন দিনের লালন স্মরণোৎসব শুরু
লালন সাঁইয়ের ১৩৪তম তিরোধান দিবস উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিনের ‘লালন স্মরণোৎসব ২০২৪’। আগামীকাল বৃহস্পতিবার এই উৎসব শুরু হবে।
আজ বুধবার দুপুরে জাতীয় শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গান ও তত্ত্বে লালন সাঁইজিকে স্মরণের মধ্য দিয়ে শুরু হবে এ উৎসব। উৎসবের প্রথম দিনে একাডেমির চারুকলা বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হবে ‘আশাসিন্ধুতীরে’ শীর্ষক ভাবানুষঙ্গিক গান ও কথা উপস্থাপন।
আয়োজকেরা জানান, দ্বিতীয় দিনে সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের সাধুমেলা ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ অনুষ্ঠিত হবে। তৃতীয় ও শেষ দিনে আছে ‘ধরো মানুষ রূপ নেহারে’ সাংস্কৃতিক উৎসব এবং ‘জাতিসত্তার প্রশ্ন এবং বাউল-ফকির পরিবেশনার রাজনীতি শীর্ষক’ প্রবন্ধের ওপর আলোচনা।
সংবাদ সম্মেলনে শিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ বলেন, সন্ধ্যা ছয়টায় অনুষ্ঠান শুরু হলে বিকেল চারটায় গেট খুলে দেওয়া হবে। ঢাকা শহরে অনেক দিন ধরে সাংস্কৃতিক কর্মকাণ্ড হচ্ছে না। তাই লালন সাঁইয়ের তিরোধান দিবস উদ্যাপনের মধ্য দিয়ে শিল্পকলা সে প্রচেষ্টা করতে চাইছে। উৎসবের পরই ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে উৎসবের খরচ সম্পর্কে।
শিল্পকলার মহাপরিচালক আরও বলেন, ‘আমরা চাই দর্শক যেন লালনের গান শুনতে আসে। মানুষ লালনের সঙ্গে যুক্ত হোক, এটাই আমাদের চাওয়া। অনুষ্ঠানগুলো ফেসবুক ও ইউটিউবেও সরাসরি সম্প্রচার হবে।’
সংবাদ সম্মেলন থেকে শিল্পকলার সাতটি অডিটরিয়ামের নামকরণের জন্য নাম চাওয়া হয়।