রাজধানীতে বিরিয়ানি খেয়ে ৪০ মাদ্রাসাশিক্ষার্থী অসুস্থ
রাজধানীর বংশালের একটি মাদ্রাসার ৪০ শিক্ষার্থী বিরিয়ানি খেয়ে অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছে। আরও কয়েকজন ভর্তি আছে।
মাদ্রাসাটির নাম আল জামিয়া মদিনাতুল উলুম ফোরকানিয়া মাদ্রাসা।
মাদ্রাসার অধ্যক্ষ মাসুম বিল্লাহ প্রথম আলোকে বলেন, গতকাল দুপুরে এক ব্যক্তি বিরিয়ানি দিয়ে যান। ততক্ষণে দুপুরের খাবার হয়ে যাওয়ায় সেই খাবারটি রাতে খাওয়া হয়। শনিবার সকালে ঘুম থেকে ওঠার পর শিক্ষার্থীরা অসুস্থ বোধ করতে থাকে। কারও কারও পাতলা পায়খানা ও বমি শুরু হয়। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা শেষে ৪০ শিক্ষার্থী মাদ্রাসায় ফিরেছে, কয়েকজন এখনো চিকিৎসাধীন।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক প্রথম আলোকে বলেন, আল জামিয়া মদিনাতুল উলুম ফোরকানিয়া মাদ্রাসার ৪০ থেকে ৪৫ শিক্ষার্থী ঢাকা মেডিকেলে আসে। এক ব্যক্তির দেওয়া বিরিয়ানি খাওয়ার পর তারা অসুস্থ হয়।