ঢাকা উত্তর সিটি: গত অর্থবছরে ১০৭৮ কোটি টাকার রাজস্ব আদায়

ঢাকা উত্তর সিটি করপোরেশনের বোর্ড সভায় ২০২৪-২৫ অর্থবছরের বাজেট অনুমোদন দেওয়া হয়। ৭ জুলাই ২০২৪ছবি : সংগৃহীত

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) গত অর্থবছরে (২০২৩-২৪) ১ হাজার ৭৮ কোটি টাকা রাজস্ব আদায় করেছে। পাশাপাশি চলতি ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৫ হাজার ৫৯৪ কোটি টাকার বাজেট ঘোষণা করেছে। করপোরেশনের সর্বোচ্চ ফোরাম বোর্ড সভায় এই বাজেট অনুমোদন দেওয়া হয়েছে।

আজ রোববার ঢাকা উত্তর সিটির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।


 গত অর্থবছরে গৃহকর খাতে সর্বোচ্চ ৫১৭ কোটি ৮৫ লাখ টাকা রাজস্ব আদায় হয়। এ ছাড়া ট্রেড লাইসেন্স ফি বাবদ ৭৪ কোটি ৯৬ লাখ, সম্পত্তি হস্তান্তর কর বাবদ ২৮০ কোটি, সড়ক খনন ফি বাবদ ১০৪ কোটি ৭৯ লাখ, গরুর হাটের ইজারা বাবদ ৩২ কোটি ৭৭ লাখ, বিজ্ঞাপন ফি বাবদ ১০ কোটি ৫৯ লাখ টাকা রাজস্ব আয় হয়েছে।

আজকের বোর্ড সভায় মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, করহার বৃদ্ধি না করেও রাজস্ব আদায়ে নতুন মাইলফলক সৃষ্টি করেছে ঢাকা উত্তর সিটি। অনলাইনে হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স সংগ্রহের ফলে রাজস্ব আদায় উল্লেখযোগ্য হারে বেড়েছে। নগরবাসী ঘরে বসেই অনলাইনে হোল্ডিং ট্যাক্স (গৃহকর) পরিশোধ করতে পারছেন। ফলে নাগরিক ভোগান্তি কমেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২০১৯-২০, ২০২০-২১, ২০২১-২২ ও ২০২২-২৩ অর্থবছরে ঢাকা উত্তর সিটির রাজস্ব আদায় ছিল যথাক্রমে ৬১২ কোটি, ৬৯২ কোটি, ৭৯৪ কোটি ও ১ হাজার ৫৮ কোটি টাকা।

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সক্ষমতা বাড়ানোর লক্ষ্য নিয়ে কার্যক্রম শুরু করা হয়েছে জানিয়ে মেয়র বলেন, নিজের পায়ে দাঁড়াতে হলে রাজস্ব আয় বাড়ানোর বিকল্প নেই। চলতি অর্থবছরে ঢাকা উত্তর সিটির মোট বাজেটের ৫৩ শতাংশ ব্যয় নিজস্ব তহবিল থেকে জোগান দেওয়া হবে।

ঘোষিত বাজেটে জনস্বাস্থ্য রক্ষা, জলাবদ্ধতা নিরসন ও জলবায়ু পরিবর্তন মোকাবিলা—এই তিন বিষয়ে অগ্রাধিকার দেওয়া হয়েছে বলেও জানান মেয়র আতিকুল ইসলাম।