স্বরাষ্ট্রমন্ত্রী, সালমান রহমানসহ ৪২ জনের মনোনয়নপত্র জমা

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার

ঢাকার বিভিন্ন আসনে প্রার্থী হতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আজ বুধবার ৪২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাঁদের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার অন্যতম।

আজ রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় ও পুরান ঢাকায় জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে তাঁরা মনোনয়নপত্র জমা দেন

ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় সূত্র বলছে, আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঢাকা–১ আসনে সালমান এফ রহমান, ঢাকা–৩ আসনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, ঢাকা–৪ আসনে সানজিদা খানম, ঢাকা–৬ আসনে সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন, ঢাকা-৮ আসনে আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ঢাকা-৯ আসনে সাবের হোসেন চৌধুরী, ঢাকা-১২ আসনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, ঢাকা–১৫ আসনে শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার মনোনয়নপত্র জমা দিয়েছেন।

একই দিন ঢাকা–১৭ আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ও ঢাকা–১৮ থেকে জাতীয় পার্টির চেয়ারম্যানের স্ত্রী শেরীফা কাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

ঢাকা জেলার আসনগুলোর মধ্যে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন এলাকায় যেসব নির্বাচনী আসন রয়েছে, (ঢাকা-৪ থেকে ঢাকা-১৮ পর্যন্ত) সেগুলোর রিটার্নিং কর্মকর্তা হলেন ঢাকা বিভাগীয় কমিশনার। এর বাইরে ঢাকা-১ থেকে ঢাকা-৩ এবং ঢাকা-১৯ ও ঢাকা-২০ আসনের রিটার্নিং কর্মকর্তা ঢাকার জেলা প্রশাসক (ডিসি)।

ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় সূত্র বলছে, তফসিল ঘোষণার পর থেকে আজ পর্যন্ত ঢাকার ২০টি আসনে ২৬৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তাঁদের মধ্যে ৪৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।