২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

ভূমিকম্পে মুহসীন হলে খসে পড়েছে পলেস্তারা, ভেঙেছে কাচ

ভূমিকম্পের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের পাঠকক্ষের দরজার কাচ ভেঙে পড়ে। ঢাকা, ২ ডিসম্বরছবি: সংগৃহীত

ভূমিকম্পে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের একটি ভবনের বিভিন্ন স্থানের পলেস্তারা খসে পড়েছে। হলের পাঠকক্ষের দরজার কাচ ভেঙে গেছে। ভূমিকম্পের সময় এই হলসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য আবাসিক হলগুলোতে আতঙ্কে ছোটাছুটি শুরু করেন শিক্ষার্থীরা।

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় আজ শনিবার সকাল ৯টা ৩৫ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৬।

ভূমিকম্পের সময় আবাসিক হলগুলোতে শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়েন। অনেকেই দ্রুত হলের কক্ষ ছেড়ে বাইরে খোলা আকাশের নিচে অবস্থান নেন। এ সময় সবার চোখেমুখে ছিল আতঙ্ক ও উদ্বেগের ছাপ। অনেক শিক্ষার্থীই আধঘণ্টা পর্যন্ত বাইরে অবস্থান করেন।
এদিকে প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, ভূমিকম্পের সময় মুহসীন হলের একটি ভবনের কয়েকটি অংশে পলেস্তারা খসে পড়েছে। কিছু জায়গায় ফাটলের মতো দেখা গেছে। হলের পাঠকক্ষের দরজার কাচও ভেঙে গেছে।

কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, ১৯৬৭ সালে চালু হওয়া মুহসীন হল পুরোনো হয়ে যাওয়ায় নানা কারণে প্রায়ই পলেস্তারা খসে পড়ে। এই হলে অতীতে সিলিং ফ্যান খুলে পড়ার ঘটনাও ঘটেছে।

আরও পড়ুন

মুহসীন হলের প্রাধ্যক্ষ মাসুদুর রহমান বলেন, ভূমিকম্পে হলের যেসব অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরকে জানিয়ে শিগগিরই সেগুলো চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে। এর আগে আরেকটি ভূমিকম্পে মুহসীন হল ক্ষতিগ্রস্ত হয়। তখন বুয়েটের বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে চিহ্নিত করে তাদের সুপারিশ অনুযায়ী হল সংস্কার করা হয়েছিল।