মিরপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিক নিহত
রাজধানীর মিরপুরের একটি নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন।
আজ রোববার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। নির্মাণাধীন ভবনটি মিরপুরের বড় পীরেরবাগ এলাকায় অবস্থিত।
নিহত দুজন হলেন রায়হান (১৮) ও রহিম (১৯)। তাঁদের গ্রামের বাড়ি দিনাজপুরের খানসামা উপজেলার ভেড়ভেড়ীর তেলিপাড়ায়। রায়হানের বাবার নাম আবু তাহের। রহিমের বাবা মোহাম্মদ ওবায়দুল।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, নির্মাণাধীন ভবনটির ১০ তলা থেকে নিচে পড়ে যান রায়হান ও রহিম। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন প্রথম আলোকে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তারা লাশ দুটি উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে লাশ দুটি হস্তান্তর করা হয়েছে।