সাংবাদিক আমিনুর রহমানের মৃত্যু
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক সহসভাপতি আমিনুর রহমান তাজ (৬৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ সোমবার সকাল ১০টা ১০ মিনিটে মালিবাগের বাসায় ইন্তেকাল করেছেন বলে তাজের ছোট ভাই মেরাজ জানিয়েছেন।
গত শনিবার সকালে মালিবাগের নিজ বাসায় হার্ট অ্যাটাক করেন। পরে তাঁকে দারুস সালাম হার্ট ফাউন্ডেশনে নেওয়া হয়।
চিকিৎসা শেষে বাসায় আনা হয় আমিনুর রহমান তাজকে। আমিনুর রহমান তাজের মৃত্যুতে শোকাহত ক্র্যাব।
ক্র্যাবের সভাপতি মির্জা মেহেদী তমাল, সাধারণ সম্পাদক মামুনূর রশীদসহ কার্যনির্বাহী কমিটি শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে।
তাজ ‘আজকের দৈনিক’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন। এ ছাড়া ‘আমাদের সময়’ পত্রিকার ক্রাইম রিপোর্টার ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে এম পাস করে সাংবাদিকতা অঙ্গনে বিচরণ করা আমিনুর রহমান তাজ ‘আজকের কাগজ’ দিয়ে সাংবাদিকতা শুরু করেন। পরে একে একে দৈনিক ভোরের কাগজ, দৈনিক মানবকণ্ঠ, আজকালের খবর, দৈনিক বর্তমান, আমাদের সময়, আমাদের অর্থনীতি, যমুনা নিউজ, দৈনিক নতুন সংবাদে সুনামের সঙ্গে কাজ করেন।