শিশুসাহিত্যিক ও অঙ্কনশিল্পীদের নিয়ে প্রথমার ইফতার

শিশুসাহিত্যিক ও অঙ্কনশিল্পীদের নিয়ে প্রথমা প্রকাশনের আলোচনা অনুষ্ঠান ও ইফতার। বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়েছবি: প্রথম আলো

প্রথমা প্রকাশনের উদ্যোগে শিশুসাহিত্যিক ও অঙ্কনশিল্পীদের নিয়ে আলোচনা অনুষ্ঠান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে প্রগতি ইনস্যুরেন্স ভবনে প্রথম আলো কার্যালয়ের দশম তলায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইফতারের আগে শিশুসাহিত্যিক ও অঙ্কনশিল্পীরা শিশুসাহিত্য ও আঁকাআঁকি নিয়ে তাঁদের মতামত তুলে ধরেন। শিশুদের বই কেমন হওয়া উচিত, সেই বইয়ের ছবি কেমন হওয়া উচিত—এ বিষয়গুলো নিয়ে লেখক ও অঙ্কনশিল্পীরা গঠনমূলক আলোচনায় মেতে ওঠেন।

অনুষ্ঠানের শুরুতে প্রথমা প্রকাশনের শিশুসাহিত্যবিষয়ক সহযোগী সাইদুজ্জামান রওশন বলেন, প্রথমা প্রকাশন শুধু ফেব্রুয়ারি মাসের বইমেলাকে কেন্দ্র করে নয়, সারা বছর ধরে শিশু-কিশোরদের জন্য নানা ধরনের বই প্রকাশ করবে। সে জন্য তিনি লেখক ও অঙ্কনশিল্পীদের প্রথমার সঙ্গে থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে লেখকদের মধ্যে উপস্থিত ছিলেন আখতার হুসেন, বিনয় বর্মণ, মোস্তাক শরীফ, আহমেদ রিয়াজ, রবিউল কমল, সুলতানা লাবু, পলাশ মাহবুব, শিবব্রত বর্মণ, আশিক মুস্তাফা, কিযী তাহনিন, তারিক মনজুর, নিলয় নন্দী, ইশতিয়াক আহমেদ, রূম্পা ফারজানা প্রমুখ। অঙ্কনশিল্পীদের মধ্যে উপস্থিত ছিলেন মো. আল জাবীর রজত, মো. মারুফ মিয়া, পলাশ সরকার, এস এম রাকিব, নাহিদা নিশা, জান্নাতুল ফেরদৌস ও নবনীল আহমেদ।

প্রথমার প্রধান সমন্বয়কারী মশিউল আলম লেখক-শিল্পীদের প্রথমা প্রকাশনের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।