সায়েদাবাদ থেকে ছাড়ছে বাস, যাত্রী তুলনামূলক কম

সায়েদাবাদ বাস টার্মিনালফাইল ছবি

ঢাকার সায়েদাবাদ আন্তজেলা বাস টার্মিনাল থেকে ঢাকা, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট অঞ্চলে বাস ছেড়ে যাচ্ছে। আজ বুধবার সকাল থেকে এসব বাস দক্ষিণ–পূর্বাঞ্চলে যাচ্ছে। তবে যাত্রীর সংখ্যা তুলনামূলক কম দেখা গেছে।

সায়েদাবাদ বাস টার্মিনালে কথা হয় শিক্ষার্থী সালমান আহমেদের সঙ্গে। তিনি মিরপুর থেকে এসেছেন। ক্লাস বন্ধ ও ঢাকায় থাকা-খাওয়ার সমস্যার কারণে শ্রীমঙ্গলে নিজ বাড়িতে চলে যাচ্ছেন। জানালেন, এই কয় দিন বাস চলাচল বন্ধ থাকায় বাড়ি যেতে পারেননি।

আরও পড়ুন

হানিফ এন্টারপ্রাইজের ব্যবস্থাপক মো. আবদুল আলিম প্রথম আলোকে বলেন, ‘সকাল থেকে আমাদের তিনটি বাস ছেড়ে গেছে। তার মধ্যে ঢাকা থেকে চট্টগ্রামে গেছে দুটি আর ঢাকা থেকে বরিশালে গেছে একটি বাস।’

সকাল নয়টা থেকে বাস ছাড়া শুরু হয়েছে বলে জানান আবদুল আলিম। তিনি আরও জানান, বিকেল পাঁচটা পর্যন্ত বাস চলবে।

ঢাকা থেকে কুমিল্লার লাকসামগামী তিশা পরিবহনের সুপারভাইজার মো. শান্ত বলেন, বাস সকাল ৬টা থেকে চলছে। ১০টা পর্যন্ত ৫টা বাস ছেড়ে গেছে। যাত্রী আছে। তবে কম।

গত সপ্তাহে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সারা দেশে বিক্ষোভ ও সংঘর্ষ ছড়িয়ে পড়ে। বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। এসব ঘটনায় গতকাল মঙ্গলবার পর্যন্ত ১৯৭ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।

আরও পড়ুন

পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিজিবি নামানো হয়। একপর্যায়ে সরকার গত শুক্রবার রাত ১২টা থেকে সারা দেশে কারফিউ জারি করে। একই দিনে বেসামরিক প্রশাসনকে সহায়তা করার জন্য সশস্ত্র বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত হয়। এখনো বেসামরিক প্রশাসনকে সহায়তা করে যাচ্ছে সেনাবাহিনী। প্রথম দিন দুই ঘণ্টা বিরতি দিয়ে কারফিউ চলে। পরদিন তিন ঘণ্টা বিরতি দেওয়া হয়। গতকাল ঢাকা, গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জে চার ঘণ্টা বিরতি দেওয়া হয়। যদিও সারা দেশে জেলাভেদে এই বিরতি কমবেশি আছে।

সরকারি-বেসরকারি অফিস আজ থেকে চার ঘণ্টার জন্য খুলে দেওয়া হচ্ছে। রপ্তানিমুখী পোশাক কারখানাগুলোও আজ থেকে খুলেছে। পরীক্ষামূলকভাবে সীমিত পরিসরে ইন্টারনেট চালু হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ থেকে দূরপাল্লার বাস চলাচলও শুরু হয়েছে।