বিজয়নগরে ককটেল বিস্ফোরণে দুজন আহত

প্রতীকী ছবি

রাজধানীর বিজয়নগরের কালভার্ট রোডে আজ বুধবার বিকেলে ককটেল বিস্ফোরণে দুই ব্যক্তি আহত হয়েছেন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ব্যক্তিরা বলছেন, দুর্বৃত্তরা তাঁদের দিকে ককটেল ছুড়েছে।

আহত ব্যক্তিরা হলেন রিকশার যাত্রী বেসরকারি একটি প্রতিষ্ঠানের কর্মী এ কে আজাদ (৬৪) ও মোটরসাইকেল আরোহী তাহির ভূঁইয়া (২৮)। তাহির নিজেকে ঢাকা মহানগর দক্ষিণের স্বেচ্ছাসেবক লীগের সদস্য বলে দাবি করেছেন।

একাধিক সূত্র জানায়, আজ বেলা সাড়ে তিনটার দিকে বিজয়নগর মোড় পশ্চিম দিকে কালভার্ট রোডে ককটেল বিস্ফোরণে দুই ব্যক্তি হন। আশপাশের লোকজন তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তাহির ভূঁইয়া প্রথম আলোকে বলেন, বেলা সাড়ে তিনটার দিকে তিনি বিজয়নগর এলাকা থেকে মোটরসাইকেল চালিয়ে সূত্রাপুরে নিজ বাসায় ফিরছিলেন। পথে কালভার্ট রোডে চৌরাস্তা মোড়ে দুর্বৃত্তের ছোড়া ককটেলে তিনি আহত হন। তাঁর ডান পায়ে আঘাত লেগেছে।

হাসপাতালে এ কে আজাদ প্রথম আলোকে বলেন, তিনি মতিঝিল থেকে রিকশাযোগে কাকরাইল থেকে নিজ কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় কে বা কারা ককটেল ছুড়ে মারলে তিনি আহত হন। তিনি বুকের ডান পাশে আঘাত পেয়েছেন।

আজ সন্ধ্যায় এ ব্যাপারে যোগাযোগ করা হলে পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার হায়াতুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, বিস্ফোরণস্থল শাহবাগ থানা এলাকায় পড়েছে। পরে পুলিশের রমনা অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার আখতারুল ইসলাম প্রথম আলোকে বলেন, পুলিশ সদস্যরা আহত ব্যক্তিদের সঙ্গে কথা বলতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গেছেন।