উড়ালসড়কে পড়ে ছিল দুমড়েমুচড়ে যাওয়া অটোরিকশা, ভেতরে রক্তাক্ত চালক
রাজধানীর মেয়র হানিফ উড়ালসড়কে দ্রুতগামী কোনো গাড়ির ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার এক চালক নিহত হয়েছেন।
গতকাল বুধবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে জয়কালী মন্দির বরাবর মেয়র হানিফ উড়ালসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আবু তাহের (৬৭)। আজ বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজের মর্গে গিয়ে তাঁর লাশ শনাক্ত করেন স্বজনেরা।
গতকাল রাতে আবু তাহেরকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন সৌরভ নামের এক পথচারী। তাঁর ভাষ্য, দ্রুতগামী কোনো অজ্ঞাত গাড়ির ধাক্কায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। উড়ালসড়কের ওপর অটোরিকশাটি উল্টে পড়েছিল। অটোরিকশার ভেতরে রক্তাক্ত অবস্থায় আটকে ছিলেন চালক। পরে চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে আনার পর তাঁকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম মুনশী আজ সকালে প্রথম আলোকে বলেন, যে গাড়ি ধাক্কা দিয়েছে, সেটিকে শনাক্তের চেষ্টা চলছে।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, আবু তাহের রাজধানীর ডেমরা এলাকায় থাকতেন। তিনি তিন সন্তানের জনক।
স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে আবু তাহেরের লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে বলে জানায় পুলিশ।