হানিফ ফ্লাইওভারে চলন্ত মাইক্রোবাসে হঠাৎ আগুন
রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারে যাত্রীবাহী একটি মাইক্রোবাসে আগুন লেগে পুড়ে গেছে। তবে এতে কেউ আহত হননি। আজ শনিবার রাত সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে।
পোস্তগোলা ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন অফিসার শাহীন আলম প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, শরীয়তপুর থেকে আসা মাইক্রোবাসটি যাত্রী নিয়ে হানিফ ফ্লাইওভার দিয়ে মিরপুরের দিকে যাচ্ছিল।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা শাহীন আলম আরও বলেন, মাইক্রোবাসটি হানিফ ফ্লাইওভারের যাত্রাবাড়ী অংশে ওঠার পর হঠাৎ আগুন ধরে যায়। তখন চালকসহ মাইক্রোবাসে থাকা পাঁচ যাত্রী নিরাপদে নেমে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিভিয়ে ফেলেন। ধারণা করা হচ্ছে, মাইক্রোবাসের ইঞ্জিনের গোলযোগ থেকে আগুন ধরেছে।