কারওয়ান বাজারে উচ্ছেদের পর আবার ফুটপাতে হকাররা, আবার অভিযান

কারওয়ান বাজারে আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে যৌথ বাহিনী উচ্ছেদ অভিযান চালায়ছবি: প্রথম আলো

রাজধানীর কারওয়ান বাজারে রাস্তা ও ফুটপাত থেকে গতকাল সোমবার রাতে হকারদের উচ্ছেদ করার পর আজ মঙ্গলবার সকালে কয়েকজন হকার সবজি ও পণ্য নিয়ে আবার ফুটপাতে বসেছিলেন। সকালে যৌথ বাহিনী কারওয়ান বাজারে টহল দেওয়ার সময় তাঁদের অনেকেই মালপত্র নিয়ে সরে যান। পরে আবার কয়েকজন এসে বসে পড়েন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ বলেছে, গতকাল রাত আটটার দিকে সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাব কারওয়ান বাজারের রাস্তার দুই ধারে ও ফুটপাতে বসা হকারদের উচ্ছেদ করে। রাত ১১টা পর্যন্ত চলা উচ্ছেদ অভিযানে শত শত হকারকে উচ্ছেদ করা হয়।

কারওয়ান বাজারে আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে যৌথ বাহিনী উচ্ছেদ অভিযান চালায়
ছবি: প্রথম আলো

তবে আজ সকাল নয়টার দিকে হকাররা ফুটপাতে সবজি ও পণ্য সাজিয়ে বসেন। সকাল ১০টার পর যৌথ বাহিনী দখলমুক্ত রাস্তা ও ফুটপাত দেখতে কারওয়ান বাজারে পরিদর্শনে আসে। এ সময় তাদের দেখে অনেক হকারই সরে পড়েন। কয়েকজন আবার ফুটপাতে বসে যান। তাঁদের সরে যেতে ১০ মিনিট সময় বেঁধে দেওয়া হয়।

আজ সকালে পথচারীরা বলেন, প্রতিদিন হকাররা রাস্তার দুই ধারে পণ্য সাজিয়ে বসেন। রিকশা-ব্যাটারিচালিত অটোরিকশা, বিভিন্ন পিকআপ ও বিভিন্ন গাড়ি রাস্তায় রাখা হয়। ফলে এখানে দিনরাত যানজট লেগে থাকে।

যৌথ বাহিনীর টহল দলের একজন কর্মকর্তা আজ সকালে প্রথম আলোকে বলেন, কারওয়ান বাজার রাস্তার দুই ধারে ও ফুটপাতে কোনোভাবেই বসতে দেওয়া হবে না। গতকাল রাতে কারওয়ান বাজারে হকারদের উচ্ছেদের পর আজ সকালে তাঁরা আবার ফুটপাতে বসেছিলেন। তাঁদের ফুটপাত থেকে ছেড়ে চলে যেতে ১০ মিনিট সময় বেঁধে দেওয়া হয়েছে।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন প্রথম আলোকে বলেন, এখন থেকে প্রতিদিনই মনিটরিং করা হবে। আর যেন কোনো হকার রাস্তা ও ফুটপাত দখল করে বসতে না পারেন।