মানসিক স্বাস্থ্য পরীক্ষার জন্য আদম তমিজীকে রিহ্যাবে পাঠিয়েছে ডিবি

আদম তমিজী হকছবি: ফেসবুক থেকে সংগৃহীত

মানসিক স্বাস্থ্য পরীক্ষার জন্য আলোচিত ব্যবসায়ী আদম তমিজী হককে রিহ্যাবে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। চিকিৎসকেরা তাঁকে পরীক্ষা-নিরীক্ষা করছেন। মানসিকভাবে ঠিক থাকলে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে, বলছে ডিবি।

আজ রোববার দুপুরে রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে এসব কথা বলেন ডিবির প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ। সামাজিক যোগাযোগমাধ্যমে আদম তমিজীর লাইভ প্রসঙ্গে তিনি বলেন, ‘যদি চিকিৎসকেরা বলেন মানসিক ভারসাম্যহীন, তাহলে আমাদের কিছু করার নেই। কিন্তু উদ্দেশ্যপ্রণোদিতভাবে যদি করে থাকে, তাহলে এর পেছনে আরও কেউ আছে কি না, সেটা তদন্ত করে বের করব।’

আরও পড়ুন

গতকাল শনিবার রাত আটটার দিকে গুলশানের বাসা থেকে আদম তমিজীকে গ্রেপ্তার করে ডিবি। তাঁর বিরুদ্ধে দক্ষিণখান থানায় একটি মামলা হয়েছে। এ ছাড়া রমনা থানায় তাঁর নামে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

ডিবিপ্রধান বলছেন, আদম তমিজী সামাজিক যোগাযোগমাধ্যমে এসে বিভিন্ন অসংলগ্ন কথা বলেছেন। তিনি যে দেশে খেয়েপরে মানুষ হয়েছেন, তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান যে দেশে আছে, সেই দেশেরই পাসপোর্টটা তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এসে পুড়িয়ে ফেলেছেন। তিনি ইসরায়েলকে আহ্বান জানিয়েছেন তাঁকে বাংলাদেশ থেকে উদ্ধার করার জন্য। মার্কিন মেরিন সেনাকে বলছেন তাঁকে উদ্ধার করার জন্য। সরকার তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ তুলেছেন।

এসব কথা শুনে আদম তমিজী মানসিক ভারসাম্যহীন কি না, তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে, বলছেন ডিবিপ্রধান। তিনি অনেকগুলো বিয়ে করেছেন এবং তাঁর পারিবারিক অনেক সমস্যা রয়েছে। এ কারণেই তাঁকে রিহ্যাবে চিকিৎসকের কাছে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

আদম তমিজী হক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। তিনি ২০২০ সালে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার চেষ্টা করেছিলেন। তিনি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্য ছিলেন।

গত সেপ্টেম্বরে ফেসবুক লাইভে তাঁর নিজের পাসপোর্ট পুড়িয়ে এবং আওয়ামী লীগের এক নেতার বিরুদ্ধে বক্তব্য দিয়ে তিনি ব্যাপক আলোচনায় আসেন। এরপর তাঁকে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়। আদম তমিজীর ব্রিটিশ নাগরিকত্ব রয়েছে।