রাজধানীর বেইলি রোডে রাতে ককটেল বিস্ফোরণ, আহত ২

ককটেল বিস্ফোরণ
প্রতীকী ছবি

বিএনপির ডাকা অষ্টম দফা অবরোধের আগের দিন গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর বেইলি রোডে দুর্বৃত্তের ছোড়া ককটেল বিস্ফোরণে দুজন আহত হয়েছেন। গতকাল রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁরা হলেন—সাকিব হোসেন (২৬) ও আশিকুর রহমান ( ২৮)।

আহত সাকিব ও আশিকুরের সহকর্মী সবুজ হাসান আজ বুধবার সকালে প্রথম আলোকে বলেন, তাঁরা দুজন বেইলি রোডে একটি পোশাক কারখানার শোরুমের কর্মী।

গতকাল রাত ১০টার দিকে কাজ শেষে কর্মস্থল থেকে হেঁটে বাসায় ফিরছিলেন তাঁরা। এ সময় কে বা কারা ককটেল ছুড়লে বিস্ফোরণে সাকিব ও আশিকুর আহত হন। দুজনেরই পায়ে জখম হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক (এইআই) বাচ্চু মিয়া প্রথম আলোকে বলেন, আহত সাকিব ও আশিকুর ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন।