ট্রপিক্যাল হায়দার অমরাপুরী: স্বপ্নময় এক প্রকল্প
বাসস্থান মানুষের প্রধান তিনটি মৌলিক চাহিদার মধ্যে একটি। বর্তমানে শুধু মাথা গোঁজার একটা ঠাঁই হলেই বাসস্থানের প্রয়োজন সম্পূর্ণ হয় না। সঙ্গে দরকার হয় আরও অনেক কিছু। আধুনিক সব সুবিধাসহ নিবিড় একটি আবাস এখন মানুষের সবচেয়ে আরাধ্য।
ট্রপিক্যাল হায়দার অমরাপুরী তেমনই একটি আবাসন প্রকল্প। ‘অমরাপুরী’ শব্দের অর্থ ‘স্বর্গলোক’, যেখানে জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো মানুষ কাটায়।
রাজধানীর বনশ্রী মেইন রোডে ট্রপিক্যাল হোমসের একটি চলমান আবাসিক প্রকল্প ‘হায়দার অমরাপুরী’। বনশ্রী আইডিয়াল স্কুলের পাশে অবস্থিত এ প্রকল্পের সামনে রয়েছে ৬০ ফুট প্রশস্ত রাস্তা। ৬ বিঘা জমির ওপর নির্মাণাধীন এ প্রকল্পে রাখা হয়েছে ৬২ শতাংশ খোলা জায়গা। তাই এ প্রকল্পের প্রতিটি অ্যাপার্টমেন্টে সব সময় থাকবে পর্যাপ্ত আলো-বাতাস।
ট্রপিক্যাল হায়দার অমরাপুরী নাগরিক জীবনের আধুনিক সব সুবিধাসহ একটি আন্তর্জাতিক মানের প্রকল্প, যেখানে নির্মিত হবে ১ হাজার ৫৯২ থেকে ২ হাজার ৩২৬ বর্গফুটের ৩ ও ৪ বেডরুমের অ্যাপার্টমেন্ট। ১৭ তলাবিশিষ্ট ৪টি টাওয়ারে থাকবে মোট ৩০০টি অ্যাপার্টমেন্ট। এই কন্ডোমিনিয়াম কমপ্লেক্সটি ডিজাইন করেছে ডিকন ডিজাইন স্টুডিও।
প্রকল্পটির ভেতরেই রয়েছে শূন্য দশমিক ৪ কিলোমিটার জগিং ট্র্যাক, দুটি সুইমিংপুল, ব্যাডমিন্টন কোর্ট, শিশুদের খেলার মাঠ এবং দৃষ্টিনন্দন ছাদবাগান ও বসার জায়গা। পুরুষ ও মহিলাদের জন্য রয়েছে পৃথক জিমনেশিয়াম, সেলুন ও পারলার, কমিউনিটি হল ইত্যাদি।
আধুনিক জীবনব্যবস্থার জন্য সব সুবিধাই রয়েছে ট্রপিক্যাল হায়দার অমরাপুরী প্রকল্পটিতে। একটি সুপরিকল্পিত আবাসনব্যবস্থা যদি আপনার স্বপ্ন হয়ে থাকে, তাহলে ট্রপিক্যাল হায়দার অমরাপুরী হতে পারে আপনার জন্য উপযোগী।
প্রকল্পটির কাজ প্রায় শেষ পর্যায়ে। আগামী বছরের মাঝামাঝি গ্রাহকদের কাছে হস্তান্তরের পরিকল্পনা রয়েছে। বিস্তারিত জানতে ভিজিট করুন: